ক্যামেরার কামাল দেখাবে Oppo Find N3, আসছে 48 + 48 + 64 মেগাপিক্সেল ক্যামেরার সাথে

Avatar

Published on:

Oppo Find N3 display camera specifications leaked feature 48 megapixel sony imx890 sensor

Oppo বর্তমানে Find N3 এবং Find N3 Flip নামের দুটি নতুন ফোল্ডেবল স্মার্টফোনের উপর কাজ করছে। টিপস্টার ও সার্টিফিকেশন সাইটের দৌলতে আলোচ্য দুটি ডিভাইস সম্পর্কে নানাবিধ খবর প্রকাশ্যে আসছে। আজ আবার এক জনপ্রিয় টিপস্টার আসন্ন Oppo Find N3 স্মার্টফোনের ডিসপ্লে এবং ক্যামেরা ফিচার ফাঁস করলেন অনলাইনে।

আনুষ্ঠানিক লঞ্চের আগে ফাঁস হল Oppo Find N3 স্মার্টফোনের ডিসপ্লে এবং ক্যামেরা ফিচার

সুপরিচিত টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) -এর সাম্প্রতিক একটি উইবো (Weibo) পোস্ট থেকে জানা গেছে, আসন্ন ওপ্পো ফাইন্ড এন৩ ফোল্ডেবল স্মার্টফোনের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি হতে পারে ৪৮ মেগাপিক্সেল Sony IMX890 প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল Sony IMX581 আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৬৪ মেগাপিক্সেল OmniVision OV64B টেলিফটো শুটার। যার মধ্যে টেলিফটো শুটারটি ৩এক্স পর্যন্ত অপটিক্যাল জুম অফার করবে।

প্রসঙ্গত, ফোনের প্রাথমিক ইঞ্জিনিয়ারিং ইউনিটে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ জুম লেন্স দেওয়া হয়েছিল। তবে এখন মনে হচ্ছে সংস্থাটি তাদের এই লেটেস্ট ফোল্ডেবল ডিভাইসের ক্যামেরা কিছুটা সংশোধন করে লঞ্চ করতে চলেছে।

টিপস্টার আরও দাবি করেছেন যে, Oppo Find N3 স্মার্টফোনে ৭.৮২-ইঞ্চির প্রাইমারি বা ইনার ডিসপ্লে থাকবে এবং সেকেন্ডারি প্যানেলটি আকারে ৬.৩১-ইঞ্চির হবে। উভয় ডিসপ্লেই AMOLED হবে। আর ডিভাইসের সামনের অংশে ৩২-মেগাপিক্সেলের সেলফি উপস্থিত থাকবে বলেও জানা যাচ্ছে।

সঙ্গে থাকুন ➥