HomeMobilesOppo Reno 12 সিরিজের কামাল, বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন হিসেবে দেবে Live Photo শেয়ারের সুবিধা

Oppo Reno 12 সিরিজের কামাল, বিশ্বের প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোন হিসেবে দেবে Live Photo শেয়ারের সুবিধা

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য দারুণ একটি ফিচার এসেছে। এখন থেকে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ ফটো শেয়ার করতে পারবেন। বর্তমানে মাত্র দুটি অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার সাপোর্ট করে। এই দুই ফোন হল Oppo Reno 12 ও Oppo Reno 12 Pro, যেগুলি গতকাল লঞ্চ হয়েছে।

Oppo Reno 12 সিরিজে পাবেন লাইভ ফটো শেয়ার করার সুবিধা

আগের সিরিজের মতো Oppo Reno 12 সিরিজও দেবে দারুণ ফটোগ্রাফির অভিজ্ঞতা। লাইভ ফটোগুলি কোনও ছবি তোলার ঠিক আগে এবং পরে মোশনকে ক্যাপচার করে এবং প্রদর্শন করে। এর আগেও অ্যান্ড্রয়েড ফোনে লাইভ ছবি তোলা যেত, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করা যেত না। বা সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করা গেলেও, এগুলি স্টিল ফটো হিসাবে দেখা যেত।

ওপ্পো রেনো ১২ সিরিজের স্মার্টফোনগুলি শুধু লাইভ ফটো শেয়ার ফিচার সহ আসেনি, এগুলি বিউটিফাই মোডের সুবিধাও দেয়। এছাড়াও ফিল্টার, স্টিকার সহ বিভিন্ন কাস্টোমাইজেশনের বিকল্প উপলব্ধ।

আশা করা যায় শীঘ্রই ওপ্পো রেনো ১২ ও ১২ প্রো ভারত সহ বিশ্ব বাজারে লঞ্চ হবে। তবে গ্লোবাল ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন কিছুটা ভিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

Oppo Reno 12 সিরিজের স্পেসিফিকেশন ও দাম জানতে এখানে ক্লিক করুন।

RELATED ARTICLES

আরও পড়ুন