Oppo Reno 8 4G দুর্দান্ত ক্যামেরা ও Snapdragon 680 প্রসেসর সহ লঞ্চ হল, দাম জেনে নিন

Avatar

Published on:

oppo-reno-8-4g-launched-indonesia-price-specifications-features-availability

ওপ্পো আজ ইন্দোনেশিয়ার বাজারে লঞ্চ করেছে তাদের নতুন Oppo Reno 8 4G হ্যান্ডসেটটি। স্ট্যান্ডার্ড, Pro এবং Pro+ ভ্যারিয়েন্টের পরে এই মডেলটি Reno 8 লাইনআপের চতুর্থ ডিভাইস হিসেবে বাজারে আত্মপ্রকাশ করেছে। লেটেস্ট এই স্মার্টফোনটি হল এর ৫জি সংস্করণের একটি সামান্য টোন-ডাউন ভার্সন। Reno 8 4G-তে রয়েছে ফুল-এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে, Qualcomm Snapdragon 680 প্রসেসর, ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ৪,৫০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। আসুন এই নতুন ওপ্পো ফোনটির দাম, ফিচার এবং সকল স্পেসিফিকেশনগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ওপ্পো রেনো ৮ ৪জি-এর মূল্য এবং লভ্যতা (Oppo Reno 8 4G Price and Availability)

ইন্দোনেশিয়ার মার্কেটে ওপ্পো রেনো ৮ ৪জি-এর একমাত্র ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ৪,৯৯৯,০০০ রুপিয়াহ (প্রায় ২৬,৮৪০ টাকা)। এটি বর্তমানে দেশের জেডি (JD), লাজাডা (Lazada), শপি (Shopee) এবং ব্লিব্লি (Blibli)-এর মতো রিটেইল সাইটগুলিতে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে। ওপ্পো রেনো ৮ ৪জি ডনলাইট গোল্ড এবং স্টারলাইট ব্ল্যাক-এর মতো কালার অপশনে পাওয়া যাবে।

ওপ্পো রেনো ৮ ৪জি-এর স্পেসিফিকেশন (Oppo Reno 8 4G Specifications)

ওপ্পো রেনো ৮ ৪জি-তে ৬.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট প্রদান করে। ডিসপ্লের ওপরের বাম কোণে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করছে। নিরাপত্তার জন্য, রেনো ৮ ৪জি-এর স্ক্রিনে একটি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে। ডিভাইসটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও, এতে ৫ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামও মিলবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, এই নতুন ওপ্পো ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ২.১ (ColorOS 2.1) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Oppo Reno 8 4G-এর রিয়ার প্যানেলে অবস্থিত স্কয়ারিশ ক্যামেরা মডিউলের মধ্যে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই সেটআপে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ইউনিট এবং একটি ২ মেগাপিক্সেলের মোনো লেন্স অন্তর্ভুক্ত রয়েছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বর্তমান। সর্বোপরি পাওয়ার ব্যাকআপের জন্য, Reno 8 4G-তে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

সঙ্গে থাকুন ➥