Realme GT Neo 6 SE: অপেক্ষার অবসান, বিশ্বের সবচেয়ে উজ্জ্বল ডিসপ্লের ফোন লঞ্চ করল রিয়েলমি

Avatar

Published on:

Realme GT Neo 6 SE Launched

এতদিনের অপেক্ষার অবসান হল আজ। ধুমধাম করে লঞ্চ হল Realme GT Neo 6 SE। অবিশ্বাস্য 6000 নিটস উজ্জ্বলতার ডিসপ্লে, শক্তিশালী Snapdragon 7+ Gen 3 প্রসেসর, উন্নত কুলিং সিস্টেম সহ বিভিন্ন আকষর্ণীয় ফিচার্স রয়েছে এতে৷ ফোনটির অন্যান্য বিশেষত্বের মধ্যে রয়েছে 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সর এবং 100W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,500 এমএএইচ ব্যাটারি। চলুন Realme GT Neo 6 SE-এর স্পেসিফিকেশন, ফিচার্স এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Realme GT Neo 6 SE: স্পেসিফিকেশন এবং ফিচার

রিয়েলমি জিটি নিও 6 এসই-তে 6.78 ইঞ্চির নমনীয় ওলেড (OLED) প্যানেল রয়েছে। এটি বিওই-এর এস1 লুমিনেসেন্ট উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছে, যা ইন্ডাস্ট্রি-ফার্স্ট 6000 নিট পিক ব্রাইটনেস অর্জন করতে সক্ষম। তবে এখানে লক্ষণীয় যে, 6000-নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা এইচডিআর কন্টেন্ট বা নির্দিষ্ট পরিস্থিতির জন্য সংরক্ষিত। ফোনটির সাধারণ গ্লোবাল পিক ব্রাইটনেস হল 1,600 নিট ও দৈনন্দিন ব্যবহারের জন্য ফোনটি ম্যানুয়ালি 1,000 নিট পর্যন্ত উজ্জ্বলতা অফার করতে পারে। এছাড়াও, স্ক্রিনটি 8টি এলটিপিও প্রযুক্তির সাথে এসেছে, যা 2,780 x 1,264 রেজোলিউশন, 120 হার্টজ রিফ্রেশ রেট, 2,500 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 2,160 হার্টজ হাই-ফ্রিকোয়েন্সি পিডব্লিউএম ডিমিং এবং 3+1 পালস ডিসি-এর মতো লো-স্ট্রোবোস্কোপিক প্রযুক্তি সাপোর্ট করে। ডিসপ্লেটি কর্নিং গরিলা ভিকটাস 2 দ্বারা সুরক্ষিত এবং এতে মাত্র 1.36 মিলিমিটারের পাতলা বেজেল রয়েছে।

রিয়েলমি জিটি নিও 6 এসই-তে নতুন গ্রীনফিল্ড এআই (Greenfield AI) আই প্রোটেকশন টেকনোলজি এবং এআই গেমিং আই প্রোটেকশন প্রযুক্তি রয়েছে। সংস্থা দাবি করেছে যে, এটি ইন্ডাস্ট্রির প্রথম অ্যাক্টিভ আই প্রোটেকশন সলিউশন। স্মার্টফোনটি সিলভার এবং গ্রীন কালার অপশনে বাজারে এসেছে, যার মধ্যে প্রথমটি মিরর কোটিং ও এজি প্রযুক্তি ব্যবহার করে অভিনব টাইটেনিয়ামের মতো টেক্সচার অর্জন করেছে।

পারফরম্যান্সের জন্য, Realme GT Neo 6 SE-তে নতুন Snapdragon 7+ Gen 3 প্রসেসর রয়েছে। এটি ফ্ল্যাগশিপ Snapdragon 8 Gen 3-এর মতো একই কনফিগারেশন এবং কাঠামোর ওপর নির্মিত। যেহেতু এই প্রসেসরের ক্ষমতা অনেকটাই কোয়ালকমের শীর্ষ-স্তরের চিপের মতো, তাই রিয়েলমি দক্ষ তাপ ব্যবস্থাপনার জন্য মিড-ফ্রেমের আইস-সিলড কাঠামো সহ সহ বিশাল 10,014 বর্গ মিলিমিটার হিট ডিসিপেশন সিস্টেম রেখেছে।

এর পাশাপাশি, GT Neo 6 SE-তে নানা গেমিং ফিচার্স রয়েছে, যেমন অপ্টিমাইজড গেমিং পারফরম্যান্সের জন্য জিটি মোড 5.0, সিস্টেম পারফরম্যান্স পর্যবেক্ষণের জন্য গিক পারফরম্যান্স প্যানেল 2.0 এবং টেকসই উচ্চ কর্মক্ষমতার জন্য “বার্নিং মোড”। গেমাররা আরও স্থিতিশীল গেমিং সংযোগের জন্য গেম-নির্ভর মেমরি অপ্টিমাইজেশন এবং ফুল-ফ্রিকোয়েন্সি ব্যান্ড এসপোর্টস অ্যান্টেনা ম্যাট্রিক্সের মতো ফিচারগুলিও পাবেন।

পাওয়ার ব্যাকআপের জন্য, Realme GT Neo 6 SE-তে 5,500 এমএএইচ ব্যাটারি মিলবে এবং এটি বর্ধিত ব্যাটারি লাইফের জন্য সুপারভুক এস (SUPERVOOC S) পাওয়ার ম্যানেজমেন্ট চিপও সাপোর্ট করে। এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও, রিয়েলমির এই নতুন ফোনটির ওজন মাত্র 191 গ্রাম। এটি সম্ভব হয়েছে আল্ট্রা-স্লিম উচ্চ-শক্তির ব্যাটারি ডিজাইন এবং ফুল-লিঙ্ক গ্যালিয়াম নাইট্রাইড (GaN) প্রযুক্তির জন্য৷ ফোনটি 100 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যা মাত্র 12 মিনিটে 50% ব্যাটারি চার্জ করতে সক্ষম। এছাড়াও, Neo 6 SE নতুন শাওবু (Xiaobu) অ্যাসিস্টেন্টের সাথে এসেছে, যা অনলাইন ট্রান্সলেশন, এআই কন্টেন্ট জেনারেশন, আর্টিকেল সামারাইজেশন, কল সামারির মতো এআই ফিচার্স অফার করে।

ক্যামেরার ক্ষেত্রে, Realme GT Neo 6 SE-এর রিয়ার প্যানেলে ডুয়েল-ক্যামেরা সিস্টেম উপস্থিত রয়েছে, যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony IMX882 প্রাইমারি সেন্সর, একটি 8 মেগাপিক্সেলের Sony IMX355 আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর দ্বারা গঠিত। আর সেলফির জন্য ফোনের সামনে একটি 32 মেগাপিক্সেলের Sony IMX615 ক্যামেরা রয়েছে।

এছাড়াও, Realme GT Neo 6 SE-এ আইআর ব্লাস্টার, হ্যাপটিক ফিডব্যাকের জন্য এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর, পেমেন্ট এবং কানেক্টিভিটির জন্য অল-রাউন্ড নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), ডুয়েল-ফ্রিকোয়েন্সি জিপিএস, IP65 ধুলো ও জল প্রতিরোধী রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অ্যান্ড্রয়েড-ভিত্তিক Realme UI 5.0 অপারেটিং সিস্টেম রয়েছে।

Realme GT Neo 6 SE-এর মূল্য এবং লভ্যতা

Realme GT Neo 6 SE চীনে আগামী 17 এপ্রিল থেকে কেনার জন্য উপলব্ধ হবে। তবে ফোনটিকে আজ সকাল 11:30 টা থেকে 12:00 টা (স্থানীয় সময়) পর্যন্ত একটি সীমিত সময়ের ট্রায়াল সেল উইন্ডোতে অফার করা হয়েছে৷ চীনে ফোনটি চারটি অপশনে লঞ্চ হয়েছে, এগুলি হল –

8GB + 256GB: 1,699 ইউয়ান (প্রায় 19,600 টাকা)

12GB + 256GB: 1,899 ইউয়ান (প্রায় 21,900 টাকা)

16GB + 256GB: 2,099 ইউয়ান (প্রায় 24,700 টাকা)

16GB + 512GB: 2,399 ইউয়ান (প্রায় 28,200 টাকা)

প্রসঙ্গত, ভারত সহ গ্লোবাল মার্কেটে Realme GT Neo 6 SE কবে লঞ্চ হবে, তা এখনও নিশ্চিত করেনি ব্র্যান্ড।

সঙ্গে থাকুন ➥