Realme P1 ও P1 Pro দুর্দান্ত ক্যামেরা, ঠাসা ফিচার্সের সঙ্গে লঞ্চ হল, কে বলবে এত সস্তা!

Published on:

Realme P1 Pro Series launched

রিয়েলমি (Realme) পূর্ব ঘোষণা মতোই আজ ভারতে তাদের নতুন P1 সিরিজ লঞ্চ করেছে। এই লাইনআপে অন্তর্ভুক্ত রয়েছে স্ট্যান্ডার্ড Realme P1 এবং Realme P1 Pro। বাজেট রেঞ্জে এলেও, দুই ফোনই অনবদ্য ফিচার্স অফার করে। রয়েছে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, 5,000 এমএএইচ ব্যাটারি, 45 ওয়াট চার্জিং সাপোর্ট, 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। তবে স্ট্যান্ডার্ড মডেলটি MediaTek Dimensity 7050 প্রসেসরে সাথে এলেও, Pro মডেলটি Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেটে চলে। চলুন Realme P1 সিরিজের দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।

Realme P1, P1 Pro: ডিজাইন, স্পেসিফিকেশন এবং ফিচার্স

রিয়েলমি আকর্ষণীয় ডিজাইনের সাথে পি1 সিরিজ বাজারে এনেছে। যা আল্ট্রা স্লিম বডি অফার করে ও হালকা ওজনেরও। রেগুলার রিয়েলমি পি1 7.91 মিলিমিটার স্লিম এবং ওজন 188 গ্রাম। অন্যদিকে, রিয়েলমি পি1 প্রো-এর ওজন 184 গ্রাম এবং 8.35 মিলিমিটার পাতলা। ডিজাইনটি সূর্যের আলোতে চকচক করে এমন উজ্জ্বল প্যাটার্ন প্রদর্শন করে। উভয় ফোনই মাইক্রো-ক্রিস্টাল স্প্যারো ফিচার টেক্সচার এবং বড় গোলাকার 3ডি এলডিআই (3D LDI) টেক্সচার ডিজাইনের সাথে এসেছে। বেস মডেলটি জল এবং ধুলো প্রতিরোধের জন্য IP54 রেটিং প্রাপ্ত চ্যাসিস অফার করে, আর প্রো ভ্যারিয়েন্টে উচ্চতর IP65 রেজিস্ট্যান্স রেটিং রয়েছে।

Realme P1-এর সামনে 6.67 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে বর্তমান, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, ফুলএইচডি+ রেজোলিউশন, 100 শতাংশ পি3 কালার গ্যামট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং 2,000 নিট পিক ব্রাইটনেস অফার করে। অন্যদিকে, Realme P1 Pro-এ 6.7 ইঞ্চির কার্ভড অ্যামোলেড প্যানেল রয়েছে, যা 120 হার্টজ রিফ্রেশ রেট, 240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 950 নিট পিক ব্রাইটনেস এবং ফুলএইচডি+ রেজোলিউশন সাপোর্ট করে।

পারফরম্যান্সের জন্য, বেস মডেলটি MediaTek Dimensity 7050 প্রসেসর দ্বারা চালিত, যা 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ 256 জিবি ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। অন্যদিকে, Pro ভ্যারিয়েন্টে Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেটটি রয়েছে, যা স্ট্যান্ডার্ড মডেলের মতো একই স্টোরেজ কনফিগারেশনের সঙ্গে মিলবে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, Realme P1 এবং Realme P1 Pro শক্তিশালী 5,000 এমএএইচ ব্যাটারিরক সাথে এসেছে, যা 45 ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Realme P1-এ ভেপার চেম্বার হিট ডিসিপেশন সিস্টেম এবং Realme P1 Pro-এ 3ডি ভিসি কুলিং সিস্টেম ফোন ঠান্ডা রাখে।

ফটোগ্রাফির জন্য, Realme P1-এর রিয়ার ক্যামেরা সেটআপে 50 মেগাপিক্সেলের Samsung JN1 ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেলের B&W সেন্সর আছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, সামনে একটি 16-মেগাপিক্সেল সেলফি সেন্সর বিদ্যমান। অন্যদিকে, Realme P1 Pro অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ 50 মেগাপিক্সেলের Sony LYT-600 ক্যামেরা এবং একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দ্বারা গঠিত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে এসেছে। সেলফি এবং ভিডিও কলের জন্য, Realme P1 Pro-এর সামনে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে।

Realme P1 সিরিজ অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম ভিত্তিক রিয়েলমি ইউআই 5.0 কাস্টম স্কিনে চলে। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হাই-রেস ডুয়েল স্পিকার এবং 8 জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট।

Realme P1 & P1 Pro-এর মূল্য, অফার এবং লভ্যতা

রিয়েলমি পি1 সিরিজের বেস মডেলটি পিকক গ্রিন ও ফিনিক্স রেড এবং প্রো মডেলটি ফিনিক্স রেড ও প্যারট ব্লু – এই কালার অপশনে বেছে নেওয়া যাবে। উভয় ফোনই দুটি করে ভ্যারিয়েন্টে ভারতীয় বাজারে পা রেখেছে। এগুলির দাম হল –

Realme P1

6GB + 128GB – 15,999 টাকা

8GB + 256GB – 18,999 টাকা

Realme P1 Pro

8GB + 128GB – 21,999 টাকা

8GB + 256GB – 22,999 টাকা

রিয়েলমি পি1-এর আর্লি বার্ড সেল আজ (15 এপ্রিল 2024) সন্ধ্যা 6 টা থেকে রাত 8 টা পর্যন্ত চলবে। ক্রেতারা ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট (Flipkart)-এর সাইটে ফোনগুলির 6 জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের সাথে ইনস্ট্যান্ট 1,000 টাকা ছাড় পেতে পারেন, যেখানে 8 জিবি সংস্করণটির ওপর 2,000 টাকা ছাড় মিলবে৷ Realme P1 Pro-এর প্রথম সেল আগামী 30 এপ্রিল, দুপুর 12 টায় লাইভ হতে চলেছে। গ্রাহকরা রিয়েলমির ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট-এ এইচডিএফসি (HDFC), এসবিআই (SBI) এবং আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের কার্ডের সাথে 2,000 টাকা ছাড় পাবেন।

সঙ্গে থাকুন ➥