HomeMobilesপুরো 6500 টাকা সস্তা হয়েছে Samsung-এর এই 'ঝিঙ্কু' 5G ফোন, দাম-ফিচার দুইই...

পুরো 6500 টাকা সস্তা হয়েছে Samsung-এর এই ‘ঝিঙ্কু’ 5G ফোন, দাম-ফিচার দুইই চমকপ্রদ

Samsung Galaxy A34 5G Price Cut: এই বছরের শুরু থেকে ভারতের বাজার যেন ফোনের দাম কমানোর একটা ট্রেন্ড ফলো করছে। বিগত কয়েক সপ্তাহে Oppo, Motorola থেকে শুরু করে OnePlus-এর মতো ব্র্যান্ড তাদের বিভিন্ন স্মার্টফোনের দামে বদল এনেছে। আবার নতুন ফোনের লঞ্চ উপলক্ষে সম্প্রতি নিজের শক্তিশালী মিড রেঞ্জার মডেল Samsung Galaxy A34 5G-এর দাম 6,500 টাকা পর্যন্ত কমিয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড। Samsung-এর এই শক্তিশালী ফিচারে ঠাসা ফোনটি এখন ন্যূনতম 24,999 টাকা দিয়ে কেনা যাবে।

দাম কমেছে তিনবার, উৎসবের মরসুমে কিনুন Samsung Galaxy A34 5G

স্যামসাং গ্যালাক্সি এ৩৪ ৫জি স্মার্টফোনের 8 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির এমআরপি (MRP) 35,499 টাকা হলেও, লঞ্চ প্রাইস হিসেবে এতদিন এটি 30,999 টাকায় বিক্রি হত। তবে হালফিলে ফোনটি 24,499 টাকায় পাওয়া যাচ্ছে। অন্যদিকে এর 8 জিবি ও 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, যা এতদিন 32,999 টাকায় বিক্রি হত – সেটি কিনতে গেলে বর্তমানে 26,499 টাকা দাম পড়বে। অর্থাৎ 6,500 টাকা পর্যন্ত কম দামে কেনা যাচ্ছে এই স্যামসাং হ্যান্ডসেটটি।

এক্ষেত্রে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট বা অন্য কোনো প্লাটফর্ম থেকে ফোনটি কেনার সময় পেমেন্টের জন্য নির্বাচিত ব্যাঙ্ক কার্ড ব্যবহার করলে আরও খানিকটা টাকা বাঁচানো যাবে। মিলবে এক্সচেঞ্জ অফারের সুবিধাও।

Samsung Galaxy A34 5G-এর স্পেসিফিকেশন: বিশেষ কী আছে?

স্যামসাং গ্যালাক্সি এফ34 5জি স্মার্টফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.6 ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন 2340×1080 পিক্সেল) সুপার অ্যামোলেড+ ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসর, যার সাথে 8 জিবি পর্যন্ত র‍্যাম এবং 128 জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা বিদ্যমান। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য এটি অফার করে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 5,000 এমএএইচ ব্যাটারি।

একইভাবে এই স্যামসাং ফোনে ফটোগ্রাফির জন্য 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম এবং 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। এছাড়া সফ্টওয়্যার ফ্রন্টে ফোনটিতে পাওয়া যাবে ইন-বিল্ট অ্যান্ড্রয়েড 13 ওএসও। আবার ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটিতে আইপি68 রেটিংও দিয়েছে কোম্পানি।

RELATED ARTICLES

Most Popular