6500 টাকা পর্যন্ত দাম কমলো Samsung Galaxy A34 5G স্মার্টফোনের, অফার মিস করবেন না

Avatar

Published on:

Samsung Galaxy A34 Price Drop India

সবেমাত্র ভারতের বাজারে লঞ্চ হয়েছে Samsung Galaxy A35। উত্তরসূরির আগমনে এখনো এক মাসও হয়নি, এর মধ্যে টেক জায়ান্ট Samsung পূর্বসূরির দাম একধাক্কায় অনেকটাই কমিয়ে দিলো। যার দরুন আপনারা জনপ্রিয় Samsung Galaxy A34 5G স্মার্টফোনটি নূন্যতম 24,499 টাকা খরচ করে কিনে নিতে পারবেন। যেখানে কিনা লঞ্চের সময়ে এর প্রারম্ভিক মূল্যে ছিল 30,999 টাকা। এছাড়া ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারলে আরো কয়েকশো টাকা সাশ্রয় করা সম্ভব হবে।

Samsung Galaxy A34 5G স্মার্টফোনের নতুন দাম

গত বছর মার্চ মাসে আত্মপ্রকাশ করা স্যামসাং গ্যালাক্সি এ34 5জি স্মার্টফোনের দুটি স্টোরেজ কনফিগারেশন বর্তমানে ভারী ডিসকাউন্টের সাথে বিক্রি করা হচ্ছে। এক্ষেত্রে স্যামসাং ইন্ডিয়া -এর ওয়েবসাইট থেকে আপনারা এই হ্যান্ডসেটের ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনটি 30,999 টাকার পরিবর্তে মাত্র 24,499 টাকায় কিনতে পারবেন। আবার উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পটি ই-কমার্স পোর্টাল ফ্লিপকার্টের মাধ্যমে 26,499 টাকা খরচ করে পকেটস্থ করা সম্ভব। জানিয়ে রাখি, এর আসল দাম 32,999 টাকা। অতএব দেখতে গেলে উভয় ভ্যারিয়েন্টের সাথেই ফ্লাট 6,500 টাকার ডিসকাউন্ট মিলছে।

এছাড়া জানা গেছে, যেসকল ক্রেতারা Samsung Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন বা সম্পূর্ণ অর্থ প্রদান করে স্যামসাং গ্যালাক্সি এ34 5জি ফোন কিনবেন তাদের 10% ক্যাশব্যাকও অফার করা হবে।

Samsung Galaxy A34 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এ34 5জি স্মার্টফোনে রয়েছে 6.6-ইঞ্চির ফুল এইচডি প্লাস (1080×2340 পিক্সেল) sAMOLED ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন ইনফিনিটি-ইউ নচ স্টাইলের এবং এটি 120 হার্টজ রিফ্রেশ রেট ও ভিশন বুস্টার প্রযুক্তি সমর্থন করে। উন্নত পারফরম্যান্স এবং মাল্টিটাস্কিংয়ের জন্য এই ডিভাইসে অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি 1080 প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড 13 ভিত্তিক ওয়ানইউআই 5.1 কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। সিকিউরিটির এতে জন্য ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার বিদ্যমান।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য Samsung Galaxy A34 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – এফ/1.8 অ্যাপারচার OIS সমর্থিত 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপারচার 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপারচার 5 মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। এদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের সুবিধার্থে এ-সিরিজের এই হ্যান্ডসেটে এফ/2.2 সহ অ্যাপারচার 13 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

এই 5জি মডেলে ডলবি অ্যাটমস অডিও প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম উপস্থিত। তদুপরি কানেক্টিভিটির জন্য অন্তর্ভুক্ত থাকছে – ডুয়াল-সিম (একটি ই-সিম) স্লট, 5জি, ওয়াই-ফাই 802.11 এ/বি/জি/এন/এসি/এএক্স, ব্লুটুথ 5.3, NFC, GPS, গ্লোনাস, বেইডো, গ্যালিলিও এবং ইউএসবি 2.0 টাইপ-সি পোর্ট। আবার সেন্সর হিসাবে এতে – অ্যাক্সেলেরোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট, ফিঙ্গারপ্রিন্ট, গাইরো, ম্যাগনেটোমিটার এবং প্রক্সিমিটি সেন্সর সামিল রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A34 5G স্মার্টফোনে 5,000 এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে। IP67 রেটিং প্রাপ্ত এই হ্যান্ডসেটের পরিমাপ 161.3×78.1×8.2 মিমি এবং ওজন 199 গ্রাম।

সঙ্গে থাকুন ➥