HomeMobiles15 হাজারের কমে মিলছে Samsung-এর ব্র্যান্ড নিউ 5G ফোন, সস্তা চার্জারও, কিনলে...

15 হাজারের কমে মিলছে Samsung-এর ব্র্যান্ড নিউ 5G ফোন, সস্তা চার্জারও, কিনলে 5 বছরেও পুরোনো হবেনা

ভারতের স্মার্টফোন বাজারের ‘দামে কম মানে ভালো’ ট্রেন্ড অনুসরণ করে গত মার্চে মানে মাত্র কয়েকটা দিন আগে Samsung তার নতুন বাজেট ফোন Galaxy F15 5G লঞ্চ করেছে যা 50MP ক্যামেরা, 6000mAh ব্যাটারির মতো অনেক কাজের ফিচারের সাথে এসেছে। কোম্পানি নিশ্চিত করেছে যে, এই Samsung Galaxy F15 5G স্মার্টফোনে 5 বছরের ওএস আপডেট মিলবে, মানে একবার এটি কিনলে দীর্ঘসময় ধরে আপনার মোবাইল পাল্টানোর ভাবনা থাকবেনা। সেক্ষেত্রে আজ দুপুর থেকে Flipkart-এ এই ফোনটি হাজার হাজার টাকা ছাড়ে কেনা যাবে – তাই এখন বাজেট ফোন কেনার থাকলে চোখ বুজে এটি বেছে নিতে পারেন।

Samsung Galaxy F15 5G-তে এখন এই অফার পাবেন

স্যামসাং গ্যালাক্সি এফ15 5জি স্মার্টফোনটির 6 জিবি ও 128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টটির দাম এমনিতে 16,999 টাকা। তবে আজ দুপুর 12টা থেকে ফ্লিপকার্ট (Flipkart)-এর ‘সেল অফ দ্য ডে’ (Sale of the day) সেকশনের মাধ্যমে 14,499 টাকায় কেনা যাবে। এক্ষেত্রে এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে 1,000 টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট মিলবে, সাথে থাকবে 13,300 টাকার এক্সচেঞ্জ অফারও (শর্তাবলি প্রযোজ্য)।

এখানেই অফারের শেষ নয়, আপনি যদি এই স্যামসাং ফোনটির সাথে ব্র্যান্ডের 1,299 টাকা মূল্যের চার্জিং অ্যাডাপ্টার কেনেন, তাহলে সেটির জন্য আপনাকে মাত্র 299 টাকা খরচ করতে হবে। সব মিলিয়ে ফ্লিপকার্ট যে দারুণ অফার দিচ্ছে, তাতে সন্দেহ নেই!

Samsung Galaxy F15 5G-এর স্পেসিফিকেশন

গত মার্চে লঞ্চ হওয়া স্যামসাং গ্যালাক্সি এফ15 5জি স্মার্টফোনটিতে 90 হার্টজ রিফ্রেশ রেটযুক্ত 6.5 ইঞ্চি ফুলএইচডি+ (রেজোলিউশন 2340×1080 পিক্সেল) সুপার অ্যামোলেড (sAMOLED) ডিসপ্লে আছে। পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস প্রসেসর, যার সাথে 6 জিবি পর্যন্ত র‍্যাম এবং 128 জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজের সুবিধা মেলে। এক্ষেত্রে পাওয়ার ব্যাকআপের জন্য পাওয়া যায় 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত 6,000 এমএএইচ ব্যাটারি। আবার ফটোগ্রাফির জন্য ফোনটি 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করে।

সবচেয়ে বড় কথা হল যে, সফ্টওয়্যার ফ্রন্টে এই স্যামসাং ফোনটির ইউজাররা অ্যান্ড্রয়েড 14 ভিত্তিক ওয়ান ইউআই 5 ওএস দেখতে পাবেন, যা পাঁচ বছরের জন্য সিকিউরিটি আপডেট এবং চার বছরের জন্য ওএস আপগ্রেড পাবে।

RELATED ARTICLES

Most Popular