HomeMobilesফোনের মেমোরি নিয়ে চিন্তার দিন শেষ, Samsung Galaxy S24 Ultra আসছে 2TB...

ফোনের মেমোরি নিয়ে চিন্তার দিন শেষ, Samsung Galaxy S24 Ultra আসছে 2TB স্টোরেজের সাথে

Samsung Galaxy S24 লাইনআপ নিয়ে এখন চর্চা তুঙ্গে। চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে এই সিরিজ লঞ্চ হবে। ইতিমধ্যেই এই সিরিজের ফোনগুলি নিয়ে নানা তথ্য সামনে এসেছে। আজ আবার জানা গেছে, Samsung Galaxy S24 Ultra বিশাল স্টোরেজ স্পেস সহ আসবে।
 
Samsung Galaxy S24 Ultra ফোনে থাকবে 2TB স্টোরেজ  

স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা বড় স্টোরেজ আপগ্রেড সহ লঞ্চ হবে। সুপরিচিত টিপস্টার Tech_Reve এমনটাই দাবি করেছেন। তার টুইটে টিপস্টার বলেছেন যে গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মডেলটি ২ টিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে।

এই খবর যদি সত্যি হয়, তার মানে স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের টপ-এন্ড ফ্ল্যাগশিপ মডেলে পূর্বসূরীর তুলনায় দ্বিগুণ স্টোরেজ ক্যাপাসিটি থাকবে। উল্লেখ্য, গ্যালাক্সি এস২৩ আল্ট্রা মডেলে রয়েছে ১ টিবি পর্যন্ত স্টোরেজের সুবিধা।

এদিকে টিপস্টার Samsung Galaxy S24 Ultra এর স্টোরেজ সম্পর্কে জানালেও, এতে কত জিবি পর্যন্ত র‌্যাম থাকবে তা নিশ্চিত করেননি। তবে আশা করা যায় এতে ১৬ জিবি পর্যন্ত র‌্যাম থাকবে। টিপস্টার তার টুইটে আরও দাবি করেছেন যে, Samsung Galaxy S24 Ultra বেশ কয়েকটি স্টোরেজ অপশন সহ আসবে – ১২৮ জিবি, ২৫৬ জিবি, ৫১২ জিবি, ১টিবি ও ২টিবি।

RELATED ARTICLES

Most Popular