12 মিনিটে ফুল চার্জ হবে, 200 মেগাপিক্সেল ক্যামেরার 5G ফোনের দাম কমলো, সীমিত সময়ের অফার

Avatar

Published on:

Sunday Deal on 200mp camera Phone Infinix Zero Ultra 5G

আপনি যদি ছবি তোলার জন্য দুর্দান্ত ক্যামেরার কোনো স্মার্টফোন কেনার পরিকল্পনা করে থাকেন, তাহলে এটাই উপযুক্ত সময়! কেননা ২০০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার সাথে আসা একটি নতুন স্মার্টফোন ই-কমার্স সাইট Flipkart -এ ব্যাপক সস্তায় বিক্রি হচ্ছে। আজ্ঞে হ্যাঁ! আমরা কথা বলছি ২০২২ সালের ডিসেম্বর মাসে লঞ্চ হওয়া Infinix Zero Ultra 5G স্মার্টফোনের প্রসঙ্গে। এই মডেলটিকে উক্ত অনলাইন শপিং সাইটে ফ্লাট ১৭,০০০ টাকা ডিসকাউন্ট সহ পাওয়া যাচ্ছে। পাশাপাশি, এক্সচেঞ্জ বোনাস, ব্যাঙ্ক কার্ড অফার এবং নো-কস্ট ইএমআই বিকল্পের সুবিধাও উপলব্ধ। ফলে ছাড়ের সাথে যাবতীয় অফারের লাভ ওঠাতে পারলে ৪৯,৯৯৯ টাকা দামের আলোচ্য মডেলটিকে ৫,০০০ টাকারও কমে বাড়ি নিয়ে আসতে পারবেন আপনি৷ আসুন কীভাবে প্রিমিয়াম Infinix Zero Ultra 5G -কে এত সস্তায় পকেটস্থ করা যাবে তা জেনে নেওয়া যাক।

Flipkart থেকে সস্তায় কিনুন Infinix Zero Ultra 5G

ইনফিনিক্স জিরো আল্ট্রা ৫জি স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ৪৯,৯৯৯ টাকা। তবে সীমিত সময়ের জন্য এটিকে ফ্লাট ৩৪% বা ১৭,০০০ টাকা ডিসকাউন্টের সাথে ফ্লিপকার্টে ৩২,৯৯৯ টাকায় তালিকাভুক্ত করা হয়েছে। এটি – জেনেসিস নয়ার এবং কসলাইট সিলভার কালার বিকল্পে উপলব্ধ।

অন্যান্য অফারের কথা বললে, SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই ট্রানজ্যাকশন করলে ১০% বা ১,০০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। আবার Flipkart Axis ব্যাঙ্কের কার্ডধারীরা ৫% ক্যাশব্যাক পাবেন ৷ অন্যদিকে পুরোনো মোবাইল পরিবর্তন করে ইনফিনিক্সের এই প্রিমিয়াম মডেলটি কিনলে ২৭,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসও দেওয়া হবে। অতএব, আপনি যদি ব্যাঙ্ক কার্ড অফ এবং পুরো এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যান, তাহলে মাত্র ৪,৯৯৯ টাকা খরচ করে Infinix Zero Ultra 5G নিজের নামে করতে পারবেন। অর্থাৎ মোট ডিসকাউন্টের পরিমাণ থাকছে ৪৫,০০০ টাকা! তবে আগেই বলে দিই, এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ পুরানো ফোনের বাহ্যিক তথা অভ্যন্তরীণ অবস্থা, মডেল নম্বর, আঞ্চলিক উপলব্ধতা এবং ব্র্যান্ডের উপর নির্ভর করবে।

অফার এখানেই শেষ নয়, আপনি যদি কিস্তিতে টাকা শোধ করতে ইচ্ছুক থাকেন তবে বলি, ফোনটির সাথে মাসিক ৫,৫০০ টাকা নো-কস্ট ইএমআই অপশনও উপলব্ধ।

Infinix Zero Ultra 5G -এর স্পেসিফিকেশন

ইনফিনিক্স জিরো আল্ট্রা স্মার্টফোনে রয়েছে ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED কার্ভড এজ ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট ও ৯০০ নিট পিক পর্যন্ত ব্রাইটনেস সমর্থন করে। এটি ৬ এনএম প্রসেসিং নোড ভিত্তিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ প্রসেসর সহ এসেছে। এই চিপসেট ডিভাইসে ১২টি ৫জি ব্যান্ডের জন্য সমর্থন প্রদান করছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে ফোনে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক এক্সওএস ১২ (XOS 12) কাস্টম স্কিন প্রি-ইনস্টলড থাকছে। ডিভাইসটিতে ৮ জিবি LPDDR4x র‌্যাম এবং ২৫৬ জিবি UFS 2.2 স্টোরেজ বর্তমান। তবে বিদ্যমান মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যাবে।

ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স এর এই হ্যান্ডসেটের ব্যাক প্যানেলে ট্রিপল ক্যামেরা ইউনিট উপস্থিত। এগুলি হল – OIS-এনাবল ২০০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো শুটার। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ডুয়াল-LED ফ্ল্যাশ সহ ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা রয়েছে।

Infinix Zero Ultra স্মার্টফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে – ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.১, জিপিএস, ১টি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ১টি ৩.৫ মিমি হেডফোন জ্যাক৷ পাওয়ার ব্যাকআপের জন্য আলোচ্য ৫জি মডেলে ৪,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি উপস্থিত। এই ব্যাটারিকে রিটেল বক্সে বিদ্যমান ১৮০ ওয়াট থান্ডার চার্জারের মাধ্যমে মাত্র ১২ মিনিটের মধ্যে ফুল চার্জ করা যাবে বলে দাবি করেছে ইনফিনিক্স। পরিশেষে, নিরাপত্তার জন্য ডিভাইসে আন্ডার-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

সঙ্গে থাকুন ➥