অত্যাধুনিক প্রসেসরের শক্তিতে বাজার কাঁপাতে আসছে Vivo X90S, গুগল প্লে কনসোলে হাজির

Published on:

Vivo x90s appears on Google Play console with mediatek Dimensity 1200 plus chipset

ভিভোর X-সিরিজের নয়া স্মার্টফোন, Vivo X90 এবং X90 Pro সম্প্রতি ভারতের বাজারে প্রবেশ করেছে। তবে ব্র্যান্ডটি ইতিমধ্যেই Vivo X90-এর আরও একটি মডেলের ওপর কাজ করছে বলে জানা গেছে। যার নাম Vivo X90S এবং এটি গুগল প্লে কনসোল (Google Play Console)-এ উপস্থিত হয়েছে, যা এর কিছু স্পেসিফিকেশন প্রকাশ হয়েছে। যদিও ভিভোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফোনটির সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে অনুমান করা হচ্ছে আপকামিং হ্যান্ডসেটটি বিদ্যমান Vivo X90-এর আপগ্রেডেড ভার্সন হবে। আসুন তাহলে সার্টিফিকেশন তালিকাটি থেকে কি কি তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Vivo X90S পেল Google Play Console-এর অনুমোদন

মাইস্মার্টপ্রাইস-এর রিপোর্ট অনুযায়ী, V2241A মডেল নম্বর সহ ভিভো এক্স৯০এস গুগল প্লে কনসোল (Google Play Console)-এ তালিকাভুক্ত হয়েছে। তালিকাটি প্রকাশ করেছে যে, এই ফোনটি মিডিয়াটেক এমটি৬৯৮৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যা আসন্ন স্মার্টফোনে ডাইমেনসিটি ৯২০০প্লাস প্রসেসর উপস্থিতির ইঙ্গিত দেয়। তালিকাভুক্ত ডিভাইসটিতে ১২ জিবি র‍্যাম এবং ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে রান করবে বলেও জানা গেছে।

এছাড়াও, গুগল প্লে কনসোল-এর তালিকায় ভিভো এক্স৯০এস-এর ডিজাইন প্রকাশ করা হয়েছে, যা বিদ্যমান ভিভো এক্স৯০-এর অনুরূপ। এটিতে পাঞ্চ-হোল ক্যামেরা সহ কার্ভড এজ ডিসপ্লে রয়েছে। ফোনটি ভিভোর অরিজিনওএস (OriginOS) ইউজার ইন্টারফেসে রান করবে বলে মনে করা হচ্ছে।

জানিয়ে রাখি, সুপরিচিত টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশন দাবি করেছেন যে, তালিকাভুক্ত চিপসেটটি আসন্ন মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০প্লাস প্রসেসর হতে পারে। আবার জিএসএমএরিনা-এর একটি রিপোর্ট অনুসারে, এটি উচ্চতর ক্লক স্পিড সহ বিদ্যমান প্রসেসরের সামান্য পরিবর্তিত সংস্থরণ হবে। মিডিয়াটেকের নতুন প্রসেসরটি ১০ মে উন্মোচন করা হবে বলে জানা গেছে৷ নতুন ভিভো এক্স৯০এস স্মার্টফোনটি লাইনআপের কোথায় অবস্থান করবে, তাই এখন দেখার। কেননা মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০প্লাস প্রসেসরটি ভিভো এক্স৯০ ও এক্স৯০ প্রো-তে উপলব্ধ ডাইমেনসিটি ৯২০০-এর থেকে উচ্চতর হবে বলে আশা করা যায়৷

উল্লেখ্য, ভিভো সম্প্রতি ভারতে Vivo X90 এবং X90 Pro হ্যান্ডসেট দুটি লঞ্চ করেছে। এই দুটি ডিভাইসই ডাইমেনসিটি ৯২০০ চিপসেট দ্বারা চালিত, কিন্তু এগুলিতে সামান্য ভিন্ন ডিজাইন এবং পৃথক ক্যামেরা মডিউল রয়েছে। তবে ভিভো ভারতে তাদের শীর্ষ স্তরের X90 Pro+ মডেলটি লঞ্চ করেনি, যা শুধুমাত্র চীনের মার্কেটে উপলব্ধ। এই ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত এবং এর একটি উচ্চতর ক্যামেরা সেটআপ রয়েছে, যা গত বছরের ভিভো এক্স৮০ প্রো-এর সাথে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ। Vivo X90-এর বেস ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা, যেখানে X90 Pro-এর একমাত্র ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পটি ৮৪,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।

সঙ্গে থাকুন ➥