Vivo Y38 5G: বাজারে আসছে ভিভোর নতুন 5G ফোন, মিলবে 44W ফাস্ট চার্জিং সাপোর্ট

Avatar

Published on:

Vivo Y38 5G Launch Date

ভিভো বর্তমানে তাদের Y-সিরিজের নতুন স্মার্টফোন, Vivo Y38 5G-এর লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) সার্টিফিকেশন ওয়েবসাইটে Vivo Y38 ফোনটিকে দেখা গেছে। পাশাপাশি ডিভাইসটি সিকিউসি (CQC) কর্তৃপক্ষের ছাড়পত্র অর্জন করেছে। এই সার্টিফিকেশনগুলি থেকে Vivo Y38 5G সম্পর্কে কী কী তথ্য উঠে এল, আসুন দেখে নেওয়া যাক।

Vivo Y38 5G পেল Bluetooth SIG ও CQC-এর অনুমোদন

ভিভো ওয়াই38 5জি V2343 মডেল নম্বরের সাথে ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ-এর প্ল্যাটফর্মে দেখা গেছে। এর লিস্টিংটি প্রকাশ করেছে যে, এটি ব্লুটুথ 5.1 সাপোর্ট সহ আসবে। হ্যান্ডসেটটি 15 ওয়াট (5V/3A), 18 ওয়াট (9V/2A) এবং 44 ওয়াট (11V/4A) ফাস্ট চার্জিং স্পিড সাপোর্ট করবে। ভিভো ওয়াই38 একই মডেল নম্বর সহ চায়না কোয়ালিটি সার্টিফিকেশন ডেটাবেসেও তালিকাভুক্ত হলেও, স্পেসিফিকেশন সম্পর্কে কোনও তথ্য প্রকাশ করেনি।

তবে, ভিভো ওয়াই38 5জি ইতিমধ্যেই গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে দেখা গেছে, যা চিপসেট এবং র‍্যাম প্রকাশ করেছে। কয়েক মাস আগে Vivo V2343 ফোনটি গিকবেঞ্চ 4 বেঞ্চমার্ক ডেটাবেসে উপস্থিত হয়েছিল। সেখানে সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে 3,092 পয়েন্ট এবং 7,035 পয়েন্ট অর্জন করেছে। ফোনটিতে অ্যাড্রেনো 613 জিপিইউ সহ অক্টা-কোর প্রসেসর থাকবে। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 হতে পারে।

ইতিমধ্যেই সংস্থার বেশ কয়েকটি স্ন্যাপড্রাগন 4 জেন 2-চালিত স্মার্টফোন লঞ্চ হয়েছে, যার মধ্যে রয়েছে Vivo Y200e, Vivo Y100 5G, Vivo V30 Lite 5G, এবং Vivo V40 SE 5G। এছাড়া, গিকবেঞ্চ প্রকাশ করেছে যে, Vivo Y38 5G-তে 8 জিবি র‍্যাম থাকবে, তবে আরও র‍্যাম অপশন লঞ্চের সময় প্রকাশ হতে পারে। ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করবে বলে জানা গেছে।

সঙ্গে থাকুন ➥