Noise Buds VS102: সাশ্রয়ী মূল্যের এই ওয়্যারলেস ইয়ারফোনের জুড়ি মেলা ভার, একটানা চলবে ১৪ ঘন্টা

By :  SUPARNA
Update: 2021-08-18 05:51 GMT

ভারতীয় বাজারে উপলব্ধ ট্রু ওয়্যারলেস ইয়ারবাড লাইনআপে আরো একটি নতুন সদস্য যুক্ত হলো। জনপ্রিয় ব্র্যান্ড Noise সম্প্রতি Buds VS102 নামের এই ইয়ারবাড লঞ্চ করেছে।। এর্গোনমিক ডিজাইনের সাথে আসা এই নতুন অডিও ডিভাইসটি একটানা ১৪ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক টাইম অফার করবে। শুধু তাই নয়, সাথে এটি IPX5 রেটিং প্রাপ্ত হওয়ায় জল-ঘাম রোধী। এছাড়া, কন্ট্রোল প্যানেল আর ১১ মিমি ড্রাইভারও সামিল থাকছে Noise Buds VS102 ইয়ারবাডের ফিচার তালিকায়।

Noise Buds VS102 দাম ও প্রাপ্যতা

নয়েজ বার্ডস ভিএস ১০২ ইয়ারবাড ভারতে ১,২৯৯ টাকায় লঞ্চ হয়েছে এবং এটি ব্ল্যাক ও হোয়াইট কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। ইয়ারবাডটি ই-কমার্স প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

Noise Buds VS102 ফিচার ও স্পেসিফিকেশন

উৎকর্ষমানের সাউন্ড সরবরাহের জন্য নয়েজ বাডস ভিএস ১০২ ইয়ারবাডে একটি ১১ মিমি দৈর্ঘ্যের ড্রাইভার আছে। এই ডিভাইসটি IPX5 সার্টিফাইড হওয়ায়, ঘাম এবং জল প্রতিরোধ করতে সক্ষম। ফলে, ফিটনেস ফ্রিকরা ওয়ার্কআউট করার সময় এটিকে নিশ্চিন্তে পরে থাকতে পারবেন। এছাড়া, এই ইয়ারবাডের বডিতে রয়েছে টাচ কন্ট্রোল প্যানেল, যা ব্যবহার করে ইউজাররা ভয়েস কলের উত্তর দিতে এবং মিউজিক প্লে / পজ অথবা ট্র্যাক পরিবর্তন করতে পারবেন। এটি অবিচ্ছিন্ন ভাবে ১৪ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক অফার করবে। নয়েজ বাডসভিএস ১০২, অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সাথেই সামঞ্জস্যপূর্ণ।

Noise Buds VS102 -এর প্রতিদ্বন্দ্বি হতে পারে এই দুটি ইয়ারবাড

মূল্যের নিরিখে যদি বিচার করি তাহলে, নবাগত নয়েজ বাডস ভিএস ১০২ TWS ইয়ারবাডকে, সদ্য লঞ্চ হওয়া Boult Audio Freepods Pro এবং Micromax Airfunk 1 ইয়ারবাড দুটি জবরদস্ত টক্কর দিতে পারে। ভারতে Boult Audio Freepods Pro -এর দাম ১,২৯৯ টাকা রাখা হয়েছে। এটি IPX5 রেটিং প্রাপ্ত, তাই সামান্য জল-ঘাম-ধুলোয় এটি ক্ষতিগ্রস্থ হবে না। উন্নত ব্যাস আউটপুটের জন্য ডিভাইসটি মাইক্রো সাবউফার সহ এসেছে। এছাড়া, ভয়েস কলের সময়ে নয়েজ বিহীন স্পষ্ট সাউন্ড সরবরাহের জন্য এতে ডুয়েল মাইক্রোফোন থাকছে। উক্ত বোল্ট ইয়ারবাডটি একবার চার্জে ৮ ঘন্টা পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে।

অন্যদিকে, ভারতীয় বাজারে ইতিমধ্যেই জাঁকিয়ে বসা Micromax Airfunk 1 -এরও মুখোমুখি হতে হবে নয়েজ বাডস ভিএস ১০২ ইয়ারবাডকে। মাইক্রোম্যাক্স এয়ারফাঙ্ক ১ -কে ভারতে ১,২৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। এটি হল সংস্থা দ্বারা লঞ্চ করা প্রথম TWS ইয়ারবাড। ফিচারের কথা বললে, এতে ৯ মিমি ডাইনামিক ড্রাইভার এবং স্মার্ট টাচ কন্ট্রোল প্যানেল আছে। সাথে, ইয়ারবাডটি IP44 ওয়াটারপ্রুফ রেটিং প্রাপ্ত। মাইক্রোম্যাক্সের এই অডিও প্রোডাক্টটি, একক চার্জে একটানা ৫ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক অফার করার ক্ষমতা রাখে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tags:    

Similar News