২৫ বছর পর ভারতে ফিরলো আইকনিক ফোন Nokia 3210, রয়েছে ইউটিউব ও ইউপিআই সাপোর্ট
এইচএমডি গ্লোবাল তাদের ২৫ বছর পূর্তি উপলক্ষে আইকনিক Nokia 3210 ফোনটিকে সম্প্রতি ভারতের বাজারে নতুন রুপে লঞ্চ করেছে। এটি স্কুবা ব্লু, গ্রঞ্জ ব্ল্যাক এবং ওয়াই২কে গোল্ড কালার সহ এসেছে। Nokia 3210 ছাড়াও, এইচএমডি গ্লোবাল Nokia 235 4G ও Nokia 220 4G মডেল দুটিও বাজারে নিয়ে এসেছে। এই ফোনগুলি অনেক মাল্টিমিডিয়া এবং আধুনিক ফিচারে পূর্ণ।
Nokia 3210, Nokia 235 4G ও Nokia 220 4G এর দাম
নোকিয়া ৩২১০ ফোনের মূল্য রাখা হয়েছে ৩,৯৯৯ টাকা। আবার নোকিয়া ২৩৫ ৪জি ও নোকিয়া ২২০ ৪জি যথাক্রমে ৩,৭৪৯ টাকায় এবং ৩,২৪৯ টাকায় কেনা যাবে। এই ফোনগুলি এখন HMD.com, Amazon.in এবং বিভিন্ন রিটেল স্টোর থেকে কেনা যাবে।
Nokia 3210 এর স্পেসিফিকেশন ও ফিচার
নোকিয়া ৩২১০ রেট্রো ডিজাইন সহ এসেছে। এতে শক্তিশালী ১৪৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। বড় ডিসপ্লে সহ আসা ফিচার ফোনটি ৯.৫ ঘন্টা পর্যন্ত টকটাইম দেবে বলে সংস্থার তরফে দাবি করা হয়েছে। এই নোকিয়া ফোনে ক্লাসিক স্নেক গেম ছাড়াও, ২ মেগাপিক্সেল ক্যামেরা ও ফ্ল্যাশ ফ্ল্যাশলাইট রয়েছে। এর মাধ্যমে স্ক্যান করে ইউপিআই পেমেন্টও করা যাবে।
এছাড়াও নোকিয়া ৩২১০ ইউটিউব, ইউটিউব মিউজিক, ওয়েদার আপডেট, সংবাদ, ক্রিকেট স্কোর, ২০৪৮ গেমস অফারকরে।
এদিকে Nokia 3210 এর পাশাপাশি, Nokia 235 4G ফোনটিও বৃহত্তর ২.৮-ইঞ্চি আইপিএস ডিসপ্লে সহ লঞ্চ হয়েছে। ইউনিভার্সাল চার্জিংয়ের জন্য ফোনটিতে টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে।