Nokia C100, C200, Nokia G100, G400 বাজারে এল, ২০ হাজার টাকার কমে 5G সাপোর্ট

By :  techgup
Update: 2022-01-05 06:32 GMT

আজ (৫জানুয়ারি) থেকে লাস ভেগাসে শুরু হয়েছে কনজ্যুমার ইলেকট্রনিক্স শো ২০২২ (CES 2022)। এই বাৎসরিক আন্তর্জাতিক ইভেন্টে বিভিন্ন প্রযুক্তি সংস্থা তাদের নতুন উদ্ভাবন ও পণ্যগুলি সকলের সামনে তুলে ধরে। এই ইভেন্টে HMD Global তাদের Nokia ব্র্যান্ডের চারটি নতুন বাজেট স্মার্টফোন জনসমক্ষে নিয়ে এসেছে। জানা গেছে এগুলির দাম শুরু হচ্ছে প্রায় ৭,৪০০ টাকা থেকে। এগুলির মধ্যে দুটি নতুন ফোন নোকিয়া সি (C) সিরিজের অন্তর্ভুক্ত ও বাকি দুটি নোকিয়া জি (G) সিরিজের অধীনে এসেছে। এই স্মার্টফোন গুলি হল - Nokia C100, Nokia C200, Nokia G100 ও Nokia G400। উল্লেখ্য, সিইএস ২০২২ ইভেন্টে উন্মোচনের আগেই এই ফোনগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য প্রকাশ্যে এসেছে। তবে এখন ফোনগুলির স্পেসিফিকেশন ও দাম সামনে জানা গেছে

নোকিয়া সি১০০, নোকিয়া সি২০০ স্পেসিফিকেশন ও দাম (Nokia C100, Nokia C200 Specifications and Price)

নোকিয়া সি১০০ ও নোকিয়া সি২০০ উভয়ই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট। নোকিয়া সি সিরিজের এই দুটি স্মার্টফোনের মধ্যে নোকিয়া সি২০০ ফোনে রয়েছে একটি বড় ৬.১ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লে সাইজ ছাড়া এই দুটি ফোনের বাকি স্পেসিফিকেশনগুলি প্রায় একই রকম, এমনকি ফোন দুটিতে দামের দিক থেকেও মিল দেখতে পাওয়া গেছে। নোকিয়া সি১০০ ও নোকিয়া সি২০০ ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি স্টোরেজ সহ বাজারে এসেছে। এই বাজেট ফোনগুলি রান করে অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে এবং পাওয়ার ব্যাকআপের জন্য নোকিয়া সি১০০ ও নোকিয়া সি২০০ ফোন দুটিতে রয়েছে শক্তিশালী ৪,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়া ফোনগুলির পিছনে একটি সিঙ্গেল-লেন্স ক্যামেরা সেটআপ রয়েছে।

নোকিয়া সি১০০ ফোনটির দাম রাখা হয়েছে ৯৯ ডলার (আনুমানিক ৭,৪০০ টাকা) ও নোকিয়া সি২০০ ফোনটির মূল্য ১৯৯ ডলার (আনুমানিক ৯,০০০ টাকা)।

নোকিয়া জি১০০, নোকিয়া জি৪০০ স্পেসিফিকেশন ও দাম (Nokia G100, Nokia G400 Specifications and Price)

নোকিয়া জি১০০: নোকিয়ার এই নতুন ফোনে রয়েছে ৬.৫ এইচডি+ ডিসপ্লে। এই ফোনে পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৫ প্রসেসর। ফটোগ্রাফির জন্য নোকিয়া জি১০০ ফোনে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। পাওয়ার ব্যাকআপের জন্য এই বাজেট ফোনে দেওয়া হয়েছে ৫,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও নিরাপত্তার জন্য এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এম্বেড করা হয়েছে পাওয়ার বাটনে।

নোকিয়া জি১০০ ফোনের দাম রাখা হয়েছে ১৪৯ ডলার (প্রায় ১১,০০০ টাকা)।

নোকিয়া জি৪০০: নোকিয়ার এই ফোনটির ডিসপ্লের সাইজ এখনও জানা যায়নি। তবে সামনে এসেছে যে, এই ডিসপ্লের রিফ্রেশ রেট ১২০ হার্টজ ও এটি আসবে ওয়াটার ড্রপ নচ ডিজাইনের সাথে। পারফরম্যান্সের জন্য নোকিয়া জি৪০০ ফোনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৮০ ৫জি প্রসেসর। এই ফোনটি ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সহ বাজারে এসেছে। ফটোগ্রাফির জন্য এই বাজেট ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরা সেটআপের মধ্যে দেখা যাবে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর, একটি আল্ট্রা ওয়াইড লেন্স ও একটি ম্যাক্রো লেন্স। নোকিয়া জি৪০০ ফোনে সাপোর্ট করে ৫জি কানেক্টিভিটি। এই ফোনটি এখন এইচএমডি গ্লোবালের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন হিসাবে বাজারে পা রেখেছে।

নোকিয়া জি৪০০ স্মার্টফোনটির দাম রাখা হয়েছে ২৩৯ ডলার (প্রায় ১৮,০০০ টাকা)।

Tags:    

Similar News