বাজার ধরতে Nokia কম দামে বাজারে আনল Comfort Earbuds, Go Earbuds+ ইয়ারবাড
Nokia ব্র্যান্ডের লাইসেন্সধারী HMD Global, আজ অর্থাৎ ২৬শে এপ্রিল ভারতে একটি লঞ্চ ইভেন্ট চলাকালীন Nokia Comfort Earbuds এবং Nokia Go Earbuds+ নামের দুটি নতুন ইয়ারবাডের ঘোষণা করলো। এই একই ইভেন্টে, Nokia 105 (2022), Nokia 105 Plus ফিচার ফোন এবং Nokia G21 স্মার্টফোনের উপর থেকেও পর্দা সরানো হয়েছে। উক্ত তিনটি হ্যান্ডসেট সম্পর্কে আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন। তাই এই প্রতিবেদনে আমরা শুধুমাত্র সদ্য আগত অডিও প্রোডাক্টগুলির ব্যাপারেই আলোচনা করবো। সেক্ষেত্রে নবাগত Nokia Comfort Earbuds একটি IPX5 ওয়াটার-রেসিস্ট্যান্স বিল্ড, টাচ-প্যানেল এবং ১০ মিমি ড্রাইভার সহ এসেছে। অন্যদিকে, IPX4 স্প্ল্যাশ-রেজিস্ট্যান্স রেটিং প্রাপ্ত Nokia Go Earbuds+-এ ব্লুটুথ ভি৫.০ ও ১৩ মিমি ড্রাইভার সাপোর্ট করবে। সর্বোপরি নবাগত দুটি ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড একবার চার্জে একদিনেরও বেশি সময় পর্যন্ত প্লেব্যাক টাইম অফার করবে বলে সংস্থাটি স্বয়ং দাবি করেছে। চলুন Nokia Comfort Earbuds এবং Nokia Go Earbuds+ ডিভাইস দুটির দাম ও ফিচার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।
Nokia Comfort Earbuds, Nokia Go Earbuds+ দাম ও লভ্যতা
ভারতে নোকিয়া কমফোর্ট ইয়ারবাডসের দাম ২,৭৯৯ টাকা রাখা হয়েছে। আবার, নোকিয়া গো ইয়ারবাডস+ মডেলটির দাম রাখা হয়েছে ১,৯৯৯ টাকা। দুটি অডিও ডিভাইসই ব্ল্যাক এবং হোয়াইট কালার ভ্যারিয়েন্টে এসেছে। লভ্যতার কথা বললে, শীঘ্রই এই ইয়ারবাডগুলিকে বিভিন্ন রিটেল স্টোর, এবং ই-কমার্স ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।
প্রসঙ্গত, নোকিয়া কমফোর্ট ইয়ারবাডস এবং নোকিয়া গো ইয়ারবাডস+ উভয় ডিভাইসকেই গত বছর মার্কিন যুক্তরাষ্ট্র সহ গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হয়েছিল। তৎকালীন সময়ে, প্রথম মডেলটি ৫৪ ডলার বা প্রায় ৪,১০০ টাকার বিক্রয় মূল্যের সাথে আত্মপ্রকাশ করেছিল। আর দ্বিতীয়টি, ৩৪ ডলার বা আনুমানিক ২,৬০০ টাকা 'প্রাইজ ট্যাগ' এর সাথে লঞ্চ হয়েছিল।
Nokia Comfort Earbuds এর স্পেসিফিকেশন, ফিচার
নোকিয়া কমফোর্ট ইয়ারবাডস, ১০ মিমি দৈর্ঘ্যের ড্রাইভার সহ এসেছে। এতে সামঞ্জস্যযোগ্য (অ্যাডজাস্টেবল) তথা আরামপ্রদ ইয়ারটিপ এবং এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন (ENC) ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। ফাস্ট কানেক্টিভিটির জন্য, নোকিয়া তাদের এই লেটেস্ট অডিও ডিভাইসে ব্লুটুথ ভি৫.১ উপলব্ধ কাছে। এতে একটি টাচ কন্ট্রোল প্যানেল আছে।
পাওয়ার ব্যাকআপের কথা বললে, Nokia Comfort Earbuds -এর প্রতিটি বাডে স্বতন্ত্রভাবে ৬০এমএএইচ এবং চার্জিং কেসে ৩৩০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এক্ষেত্রে, একক চার্জে প্রতিটি বাড একটানা ৯.৫ ঘন্টার মিউজিক প্লেব্যাক টাইম এবং চার্জিং কেসটি পুরো ২৯ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইট অফার করবে বলে দাবি করেছে নোকিয়া। প্রসঙ্গত, চার্জিংয়ের জন্য কেসটিতে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।
নোকিয়া কমফোর্ট ইয়ারবাডস IPX5 ওয়াটার-রেজিস্ট্যান্স রেটিংয়ের সাথে এসেছে। এই অডিও ডিভাইসের চার্জিং কেসের পরিমাপ ৬৪x২৯x৪৪ মিমি এবং ওজন ৪৪ গ্রাম। আর ইয়ারবাডগুলির স্বতন্ত্রভাবে পরিমাপ ২৮x২৫x২৩ মিমি এবং ওজন ৫ গ্রাম।
Nokia Go Earbuds+ এর স্পেসিফিকেশন, ফিচার
নোকিয়া গো ইয়ারবাডস+ একটি ১৩মিমি দৈর্ঘ্যের ড্রাইভারের সাথে এসেছে। এটির চার্জিং কেসে ৩০০এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একক চার্জে মোট ২৬ ঘন্টার প্লেব্যাক টাইম অফার করবে বলে দাবি করা হয়েছে। একই ভাবে, বাড দুটি স্বতন্ত্রভাবে ৬.৫ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে, বলেও জানানো হয়েছে সংস্থার তরফ থেকে। প্রসঙ্গত চার্জিংয়ের জন্য ডিভাইসটির কেসে একটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে।
যাইহোক, নোকিয়া তাদের এই লেটেস্ট ডিভাইসে ফাস্ট কানেক্টিভিটির জন্য ব্লুটুথ ভি৫.০ উপলব্ধ করেছে। এটি IPX4 রেটিং প্রাপ্ত হওয়ায়, স্প্ল্যাশ-রেজিস্ট্যান্স করার ক্ষমতা রাখে। পরিশেষে, Nokia Go Earbuds+ অডিও ডিভাইসটির চার্জিং কেসের পরিমাপ ৫৮x২৫x৪৮ মিমি এবং ওজন ৪০ গ্রাম। আর দুটি বাডের স্বতন্ত্রভাবে পরিমাপ ৩২x২৪x২৫ মিমি এবং ওজন ৪ গ্রাম।