ফোনে 200 মেগাপিক্সেলের নতুন ক্যামেরা ব্যবহার করবে Samsung, প্রথম কোন মডেলে দেখা যাবে

স্যামসাং (Samsung) বর্তমানে তাদের আগামী প্রজন্মের ফ্ল্যাগশিপগুলির ওপর কাজ করছে। আশা করা যায় এগুলি সম্ভবত কোম্পানির রীতি অনুযায়ী আগামী বছরের শুরুর দিকে বাজারে আত্মপ্রকাশ করবে। তবে লঞ্চের জন্য বেশ কিছু মাস বাকি থাকলেও, এগুলিকে নিয়ে টেক দুনিয়ায় জল্পনা কিন্তু থেমে নেই। প্রায় প্রতিদিনই বিভিন্ন সূত্র মারফৎ আসন্ন Galaxy S24 সিরিজটির সম্পর্কে নিত্যনতুন তথ্য সামনে আসছে। আর এখন তেমনভাবেই এক সুপরিচিত টিপস্টার Samsung Galaxy S24 সিরিজের টপ-এন্ড ‘Ultra’ মডেলটির প্রাইমারি ক্যামেরা বিবরণ প্রকাশ করেছেন। শোনা যাচ্ছে, এটি একটি নতুন ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সরের সাথে বাজারে আসবে। ক্যামেরাটি গত বছরের Samsung Galaxy S23 Ultra-তে থাকা HP2 সেন্সরের একটি অপ্টিমাইজ করা সংস্করণ হবে। তাই Samsung Galaxy S24 Ultra-এর ছবির গুণমানে ন্যূনতম হলেও, উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে। আসুন এখনও পর্যন্ত এই আপকামিং ডিভাইসটির সম্পর্কে কি কি তথ্য প্রকাশ্যে এসেছে, দেখে নেওয়া যাক।

Samsung Galaxy S24 Ultra-এ ব্যবহার করা হতে পারে ২০০ মেগাপিক্সেলের ISOCELL HP2SX সেন্সর

জনপ্রিয় টিপস্টার আইস ইউনিভার্স তার এক্স অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে দাবি করেছেন যে, আসন্ন স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফ্ল্যাগশিপে নতুন ২০০ মেগাপিক্সেলের স্যামসাং আইএসওসেল এইচপি২এসএক্স সেন্সর থাকবে। টিপস্টার আরও দাবি করেছেন যে, নতুন সেন্সরে গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-তে ২০০ মেগাপিক্সেলের এইচপি২ সেন্সরের মতোই স্পেসিফিকেশন থাকবে।

টিপস্টারের এক্স পোস্ট অনুসারে, নতুন সেন্সরটি ০.৬ মাইক্রোমিটারের একটি পৃথক পিক্সেল আকার সহ ১/১.৩ ইঞ্চির হবে। যেহেতু এইচপি২ সেরা স্মার্টফোন ক্যামেরাগুলির মধ্যে অন্যতম ছিল, তাই অনুমান করাই যায় যে, এই সেন্সরটিও ভালো আউটপুট প্রদান করবে। যদিও নতুন ক্যামেরাটি এইচপি২ সেন্সরের একটি অপ্টিমাইজড সংস্করণ বলে শোনা যাচ্ছে, তবে আইস ইউনিভার্স এসম্পর্কে আর কোনও বিশদ বিবরণ প্রকাশ করেননি। আশা করা যায়, নতুন সেন্সরটি গত বছরের ক্যামেরার তুলনায় উন্নততর হবে।

Samsung Galaxy S24 Ultra স্পেসিফিকেশন (সম্ভাব্য)

একটি সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, Samsung Galaxy S24 Ultra ফোনটি শুধুমাত্র Qualcomm-এর আসন্ন Snapdragon 8 Gen 3 প্রসেসরের সাথে সকল মার্কেটে পাওয়া যাবে। অন্যদিকে, Samsung Galaxy S24 এবং Galaxy S24 Plus মডেল দুটি অঞ্চলের ওপর নির্ভর করে ইন-হাউস Exynos 2400 এবং Snapdragon 8 Gen 3-এর সাথে লঞ্চ হবে বলে জানা গেছে। Galaxy S24 Ultra-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমন্বিত ৬.৮ ইঞ্চির কোয়াডএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকতে পারে।

ক্যামেরা সেগমেন্টে, Galaxy S24 Ultra ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর, ৩X অপটিক্যাল জুম সহ একটি ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর এবং ১০X অপটিক্যাল জুম সহ একটি ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সর সহ কোয়াড ক্যামেরা সিস্টেম অফার করতে পারে৷ সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য, ফ্ল্যাগশিপ স্মার্টফোনটির সামনে একটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা অবস্থান করবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy S24 Ultra-এ ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহৃত হবে বলে জানা গেছে। আশা করা যায়, এটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই (OneUI) সফটওয়্যার স্কিনে রান করবে।