ফাঁস হয়ে গেল CMF Phone (1) এর দাম, একদম সস্তায় 5G ও 33W চার্জিং সাপোর্ট

লন্ডন ভিত্তিক প্রযুক্তি সংস্থা, নাথিং (Nothing)-এর সাব-ব্র্যান্ড সিএমএফ (CMF) সাশ্রয়ী মূল্যের সেগমেন্টকে লক্ষ্য করে নানান ইলেকট্রনিক্স গ্যাজেট বাজারে লঞ্চ করে থাকে। এখনও পর্যন্ত, এটি অডিও ডিভাইস, একটি স্মার্টওয়াচ এবং একটি চার্জার লঞ্চ করেছে। গত মাসে, A015 মডেল নম্বর সহ একটি সিএমএফ ব্র্যান্ডেড স্মার্টফোন ব্যুরো অফ ইন্ডিয়ার স্ট্যান্ডার্ডস (BIS) প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছিল। আর এখন, একটি নতুন রিপোর্টে নাথিংয়ের সাব-ব্র্যান্ডের প্রথম স্মার্টফোন, CMF Phone (1) সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। এটি Nothing Phone (2a) ফোনের টোন-ডাউন সংস্করণ হবে বলে মনে করা হচ্ছে। আসুন এই হ্যান্ডসেটটির সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

সামনে এল CMF Phone (1) হ্যান্ডসেটের স্পেসিফিকেশন

সিএমএফ ফোন (১) মডেলে একটি প্লাস্টিকের বডি এবং সামনে গরিলা গ্লাসের সুরক্ষা থাকবে বলে জানা গেছে। এটি একটি এন্ট্রি-লেভেল স্মার্টফোন হিসাবে বাজারে পা রাখবে বলে আশা করা হচ্ছে। ডিভাইসটি অরেঞ্জ, হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশনে উপলব্ধ হতে পারে। এই ফোনে ৬.৫ ইঞ্চির স্ক্রিন থাকবে।

সিএমএফ ফোন (১) মডেলের ক্যামেরা সেটআপ সর্ম্পকে এখনও বিশদে কিছু জানা যায়নি, তবে এতে একটি এলইডি ফ্ল্যাশ ইউনিটের সাথে যুক্ত একটিমাত্র সেন্সর থাকবে বলে শোনা যাচ্ছে। স্মার্টফোনটি একটি 5G-কম্প্যাটিবল মিডিয়াটেক ডাইমেনসিটি প্রসেসরে চলবে হবে বলে আশা করা হচ্ছে। পাওয়ার ব্যাকআপের জন্য, সিএমএফ ফোন (১) সম্ভবত শক্তিশালী ৫,০০০ ব্যাটারি ইউনিট সহ আসবে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

এছাড়াও, রিপোর্টে বলা হয়েছে যে, CMF Phone (1) প্রি-ইন্সটল করা নাথিং ওএস (Nothing OS) কাস্টম স্কিনে রান করবে, যদিও এর কিছু ফিচার বাদ দেওয়া হতে পারে। সিএমএফ ব্র্যান্ডের ফোনটি লেটেস্ট Nothing Phone (2a) মডেলের মতো একই সফ্টওয়্যার আপডেট নীতি অনুসরণ করতে পারে, অর্থাৎ এতেও তিন বছরের ওএস আপডেট এবং চার বছরের সুরক্ষা প্যাচ প্রদান করা হবে৷ দামের ক্ষেত্রে, CMF Phone (1) হ্যান্ডসেটটির দাম প্রায় ১২,০০০ টাকা হবে বলে মনে করা হচ্ছে, যা ২৩,৯৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে লঞ্চ হওয়া Nothing Phone (2a) এর অর্ধেক দাম।