512 জিবি স্টোরেজ সহ আসছে Nothing Phone (2), লঞ্চের আগেই ফাঁস দাম
আগামী ১১ জুলাই বাজার কাঁপাতে লঞ্চ হতে চলেছে Nothing Phone (2)। আসন্ন এই স্মার্টফোনটিকে ইউরোপ সহ বিভিন্ন আঞ্চলিক বাজারে উপলব্ধ করা হবে৷ বিশেষত্ব হিসাবে Nothing ব্র্যান্ডের এই দ্বিতীয় হ্যান্ডসেটে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮-সিরিজ চিপসেট থাকবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে সিইও কার্ল পেই। যেখানে কিনা পূর্বসূরি Nothing Phone (1) এসেছিল স্ন্যাপড্রাগন ৭-সিরিজ প্রসেসরের সাথে। এছাড়া ক্যামেরা বিভাগের ক্ষেত্রেও আপগ্রেডেশন দেখা যাবে বলে মনে করা হচ্ছে। ফলস্বরূপ আলোচ্য ডিভাইসটির বিক্রয় মূল্য পূর্বসূরির তুলনায় খানিকটা বেশি থাকবে, এমনটাই অনুমান করছিলেন কিছু টেক বিশ্লেষক। আর আজ একটি ফরাসি পাব্লিকেশন সাইট, ইউরোপীয় বাজারের জন্য Nothing Phone (2) এর দাম ফাঁস করেছে।
Nothing Phone (2) স্মার্টফোনের দাম ও স্টোরেজ বিশদ ফাঁস হল অনলাইনে
রিপোর্ট অনুসারে, ইউরোপের বাজারে নাথিং ফোন (২) মডেলটিকে মোট দুটি স্টোরেজ অপশনের সাথে নিয়ে আসা হবে। যার মধ্যে ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হতে পারে ৭২৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ৬৪,৭০০ টাকা)। আর উচ্চতর ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৮৪৯ ইউরো (প্রায় ৭৫,৪০০ টাকা) ধার্য করা হতে পারে। আর পূর্বসূরির মতো উত্তরসূরিটিও - হোয়াইট এবং ব্ল্যাক কালার অপশনে আসবে বলে জানা গেছে।
জানিয়ে রাখি, লঞ্চের সময়ে নথিং ফোন (১) -এর দাম ৪৬৯ ইউরো (প্রায় ৪১,৬০০ টাকা) রাখা হয়েছিল। এই বিক্রয় মূল্য ছিল ডিভাইসটির ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের। ভারতে ফোনটি ২৯,৯৯৯ টাকা থেকে পাওয়া যায়।
Nothing Phone (2) -এর সম্ভাব্য স্পেসিফিকেশন
টিপস্টারদের পাশাপাশি নাথিং সংস্থার কর্ণধার কার্ল পেই ধারাবাহিকভাবে তাদের আসন্ন ফ্ল্যাগশিপ মডেলটির ফিচার ফাঁস করে যাচ্ছেন অনলাইনে। যার দরুন ডিভাইসটি কিরকম বৈশিষ্ট্য অফার করবে সেই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আমরা ইতিমধ্যেই পেয়েছি। রিপোর্ট অনুসারে, নাথিং ফোন (২) ৬.৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে সহ আসবে। এই ডিসপ্লে সম্ভবত ফুল এইচডি প্লাস রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। আবার নিরাপত্তার জন্য এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক নাথিং ওএস ২.০ (Nothing OS 2.0) কাস্টম স্কিনে রান করবে। এক্ষেত্রে নাথিং ফোন (২) -এর সাথে দীর্ঘ তিন বছরের জন্য অ্যান্ড্রয়েড ওএস আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে বলেও ঘোষণা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে।
হালফিলে টুইটারে পোস্ট শেয়ার করে কার্ল পেই জানান যে, Nothing Phone (2) মডেলে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ প্রসেসর ব্যবহার করা হবে। এছাড়া এতে ৪,৭০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকার কথাও নিশ্চিত করা হয়েছে। আর মনে হচ্ছে যে, ডিভাইসটি LPDDR5 র্যাম এবং UFS 3.1 স্টোরেজ সহ আসবে৷