Nothing Phone (2) বেগ দেবে Samsung, Apple কে, কোয়ালকমের প্রসেসর সহ কবে লঞ্চ হবে জানুন

By :  SUMAN
Update: 2023-03-02 06:06 GMT

চলতি বছরে অনুষ্ঠিত 'মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস' বা সংক্ষেপে MWC 2023 টেক ইভেন্টটি যথেষ্ট রোমাঞ্চকর হয়ে উঠেছে টেক প্রেমীদের জন্য। কেননা বিশ্বের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য টেক ব্র্যান্ডগুলি তাদের প্রত্যেকটি নতুন এবং আপকামিং ডিভাইসকে ঘোষণা করছে উক্ত টেক শো-তে। যেমন গত জানুয়ারি মাসে Nothing সংস্থার সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা কার্ল পেই (Carl Pei) নিশ্চিত করেছিলেন যে, ব্র্যান্ডটি বর্তমানে তাদের পরবর্তী স্মার্টফোনের উপর কাজ করছে। আর সম্প্রতি MWC 2023 ইভেন্ট চলাকালীন তিনি জানান যে, আসন্ন মডেলটি তাদের প্রথম স্মার্টফোন Nothing Phone (1) -এর তুলনায় অনেক বেশি প্রিমিয়াম হবে। পাশাপাশি কার্ল পেই আরো ঘোষণা করেছেন যে, Nothing Phone (2) কোয়ালকমের একটি ফ্ল্যাগশিপ চিপসেট সহ আসবে৷

আপনাদের অবগতের জন্য জানিয়ে রাখি, গত বছর আগত Nothing Phone (1) মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি চিপসেট ব্যবহার করা হয়েছিল। তবে আসন্ন Nothing Phone (2) হ্যান্ডসেটে স্ন্যাপড্রাগন ৮-সিরিজের চিপসেট থাকবে বলে MWC 2023 ইভেন্টে নিশ্চিত করেছে সংস্থার সিইও। যা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, আলোচ্য মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ প্লাস জেন ১ বা লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দেওয়া হতে পারে। অথবা একটি সম্পূর্ণ নতুন ৮-সিরিজের চিপসেট থাকতে পারে, যা সম্ভবত চলতি বছরের শেষার্ধে আত্মপ্রকাশ করবে। যাইহোক চিপসেটের ভার্সন সম্পর্কে আমরা নিশ্চিত না থাকলেও একটা বিষয় হলফ করে বলতে পারি যে, স্ন্যাপড্রাগন ৮-সিরিজের চিপ ব্যবহার করার দরুন Nothing Phone (2) পূর্বসূরির তুলনায় অনেক ভালো পারফরম্যান্স প্রদান করবে।

Nothing Phone (2) এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

কার্ল পেই, নাথিং ফোন (২) মডেলের স্পেসিফিকেশন সম্পর্কিত কোনো তথ্যই প্রকাশ করেননি। তবে সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, এটি A065 মডেল নম্বর সহ আসবে। এছাড়া জানা গেছে, আলোচ্য ডিভাইসটি ১২০ হার্টজ AMOLED ডিসপ্লে সহ আসবে। এটি ১২ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ অফার করতে পারে। আবার ফ্ল্যাগশিপ ফোন হওয়ার কারণে হয়তো ভার্চুয়াল র‍্যাম ফিচারও সমর্থন করবে। এছাড়া নাথিংয়ের এই দ্বিতীয় স্মার্টফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘোষণা অনুসারে, Nothing Phone (2) চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। আর যেমনটা পেই আগেই বলেছিলেন, এবার মার্কিন বাজারের দিকে অধিক মনোনিবেশ করবে সংস্থাটি। প্রসঙ্গত, টেক শো চলাকালীন নাথিং অধিকর্তা তাদের পরবর্তী প্রোডাক্টকে মার্চে লঞ্চ করার কথা জানান। যদিও ডিভাইসটি কি বা কোন নাম বাজারে আসবে, তা স্পষ্ট করে বলা হয়নি।

Tags:    

Similar News