ক্যামেরা থেকে সিকিউরিটি, নিজেদের ফোন আরও উন্নত করতে পদক্ষেপ নিল Nothing

Update: 2024-04-15 07:51 GMT

গত মার্চ মাসে ধুমধাম করে বিশ্ব বাজারে Nothing Phone (2a) লঞ্চ হয়েছে। তার এক মাসের মধ্যেই ফাংশনালিটি এবং ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে একাধিক আপডেট পেয়েছে ফোনটি। নাথিং এখন এই ফোনের জন্য নতুন Nothing OS 2.5.5 আপডেট রোল আউট করা শুরু করেছে, যা ক্যামেরা সিস্টেমের উন্নতি ও কিছু বাগ সহ একাধিক সমস্যার সমাধান করেছে। Nothing OS 2.5.5 আপডেটটি মাত্র 91 মেগাবাইটের এবং সঙ্গে এপ্রিল,2024-এর সিকিউরিটি প্যাচও নিয়ে এসেছে।

Nothing OS 2.5.5 যে সব পরিবর্তন এনেছে

ক্যামেরা-

• উন্নত ক্যামেরার কালার স্যাচুরেশন।
• পোর্ট্রেট মোডে অপ্টিমাইজ করা ব্লার অ্যাকুরেসি, সেইসাথে সামগ্রিক স্বচ্ছতা।
• উন্নত ক্যামেরা লোডিং স্পিড।

সাধারণ উন্নতি-

• এপ্রিল সিকিউরিটি প্যাচে আপডেট করা হয়েছে।
• গুগল অ্যাসিস্ট্যান্ট ওয়েক আপ এক্সপেরিয়েন্স অপ্টিমাইজ করা হয়েছে।
• আরও ফ্লুইড এক্সপেরিয়েন্সের জন্য পপ-আপ ভিউ অ্যানিমেশন অপ্টিমাইজ করা হয়েছে৷
• সামগ্রিক মসৃণতা বৃদ্ধি করা হয়েছে।
• সামগ্রিক গেমিং অভিজ্ঞতা এবং পারফরম্যান্স অপ্টিমাইজ করা হয়েছে।

বাগ ফিক্স-

• কিছু থার্ড-পার্টি লঞ্চারের সাথে কম্প্যাটিবিলিটির সমস্যা সমাধান করা হয়েছে।
• ওয়াই-ফাই এবং ব্লুটুথ সংযোগের সাথে স্থায়িত্বের সমস্যাগুলি সমাধান করা হয়েছে৷
• লক স্ক্রিনে নাইট লাইট ফিচারটি অকার্যকর থাকার সমস্যা সমাধান করা হয়েছে।
• সিস্টেমের সামগ্রিক স্টেবিলিটি অপ্টিমাইজ করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি জানা গেছে যে নাথিং “প্যাকম্যানপ্রো” (PacManPro) কোডনেম এবং A142P মডেল নম্বর সহ Nothing Phone (2a)-এর একটি উন্নত সংস্করণেও কাজ করছে। এই ফোনটি কী কী আপগ্রেড নিয়ে আসবে, সে সম্পর্কে এখনও বিশদে কিছু জানা যায়নি। তবে একে Nothing Phone (2a)+ বা Nothing Phone (2a) Pro বলা হবে বলে মনে করা হচ্ছে৷

Tags:    

Similar News