বাজার আসার আগেই Nothing Phone 2a এর দাম ও স্পেসিফিকেশন ফাঁস হয়ে গেল
লন্ডন-ভিত্তিক সংস্থা নাথিং গত জুলাইয়ে তাদের দ্বিতীয় ফোন, Nothing Phone (2) লঞ্চ করেছিল। ব্র্যান্ডটি বর্তমানে সেটির বাজেট-ফ্রেন্ডলি ভার্সনের ওপর কাজ করছে বলে জানা গেছে, যা সম্ভবত Nothing Phone (2a) নামে অরিজিনাল মডেলের তুলনায় কম দামে বাজারে আসবে। সম্প্রতি, ফোনটির সম্ভাব্য ডিজাইন প্রকাশ্যে এসেছে। আর এখন, Nothing Phone (2a) মডেলের স্পেসিফিকেশন এবং প্রাইস রেঞ্জ ফাঁস হয়ে গিয়েছে।
Nothing Phone (2a)-এর স্পেসিফিকেশন এবং দাম (সম্ভাব্য)
টিপস্টার যোগেশ ব্রার নাথিং ফোন (২এ)-এর পিভিটি (PVT) বা প্রোডাকশন ভ্যালিডেশন ইউনিটের একটি ছবি শেয়ার করেছেন, যা ফোনের ফ্রন্ট এবং রিয়ার - উভয় প্যানেল দেখানোর পাশাপাশি কিছু স্পেকসও প্রকাশ করেছে। যদি তথ্যগুলি সঠিক হয়, তাহলে নাথিং ফোন (২এ)-তে ১২০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ৬.৭ ইঞ্চি ওলেড (OLED) ডিসপ্লে এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ চিপসেট থাকবে। এতে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মিলবে। তবে, নাথিং ফোন (২এ) লঞ্চের সময় একাধিক মেমরি অপশনে উপলব্ধ থাকতে পারে।
ফোনের পিছনে দুটি ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর অবস্থান করবে। এর মধ্যে একটি প্রাইমারি এবং অন্যটি আল্ট্রাওয়াইড লেন্স হওয়ার সম্ভাবনা। প্রসঙ্গত, নাথিং ফোন (২)-এ ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড লেন্স সহ একই রকমের ক্যামেরা রয়েছে। নাথিং ফোন (২এ)-এর ফ্রন্ট ক্যামেরাটি ১৬ মেগাপিক্সেলের হবে বলে আশা করা হচ্ছে।
Nothing Phone 2a PVT
Gets:
- 120Hz OLED panel
- Dimensity 7200
- 8/128GB
- 50MP dual camera setup
- Ships with Nothing OS 2.5
- Android 14
- New back design
- Redesigned Glyph
- Glyph controls similar to Phone 2
MWC launch, Good for $400 pic.twitter.com/WNCoJoRMhW
সফ্টওয়্যারের ক্ষেত্রে, এই ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৪-এর ওপর ভিত্তি করে নাথিং ওএস ২.৫ (Nothing OS 2.5) কাস্টম স্কিনে চলবে৷ জানিয়ে রাখি, কোম্পানি সম্প্রতি নাথিং ফোন (২) ব্যবহারকারীদের জন্য নাথিং ওএস ২.৫ সফ্টওয়্যার ভার্সন রোল আউট শুরু করে দিয়েছে৷ আবার ইতিমধ্যেই, Nothing Phone (2a)-এর একটি স্কেচ অনলাইনে ফাঁস হয়েছে, যা এর উচ্চতর সংস্করণ (Phone 1, Phone 2)-এর তুলনায় একটি ভিন্ন ডিজাইন তুলে ধরেছে। ব্র্যান্ডের এই পদক্ষেপ তার প্রিমিয়াম এবং বাজেট রেঞ্জের হ্যান্ডসেটগুলির মধ্যে পার্থক্য তৈরি করতে পারে।
Nothing Phone (2a)-এর পিছনে Phone (2)-এর তুলনায় কম গ্লাইফ (Glyph) ইন্টারফেস এলিমেন্ট থাকবে বলে আশা করা হচ্ছে। তবে, টিপস্টার উল্লেখ করেছেন যে, এর গ্লাইফ কন্ট্রোলগুলি Phone (2)-এর মতোই হবে। অর্থাৎ নাথিংয়ের সিগনেচার এলইডি লাইট ইন্টারফেসটি অ্যাপের নোটিফিকেশন এবং ইন্টিগ্রেশন সাপোর্ট করবে বলেই অনুমান।
এছাড়াও, যোগেশ ব্রার আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (MWC 2024) সম্মেলনে Nothing Phone 2a লঞ্চের ইঙ্গিত দিয়েছেন৷ কিছুদিন আগে নাথিং, আগামী ২৭ ফেব্রুয়ারি তারিখটিকে উল্লেখ করে একটি ইনভাইট পোস্টার প্রকাশ করেছিল, যা নতুন ফোনটির মুক্তির তারিখ হতে পারে। Nothing Phone (2a) সম্ভবত ৪০০ ডলার (প্রায় ৩৩,২০০ টাকা) মূল্যে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে পারে।