৪০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ লঞ্চ হল Nubia New Sound C1 ইয়ারফোন, দাম ২ হাজার টাকার কম

By :  techgup
Update: 2022-01-17 05:14 GMT

Nubia-এর Red Magic ব্র্যান্ড যেমন গেমিং ইয়ারবাড তৈরি করে, তেমনি নন গেমিং লাইনআপেও একাধিক ইয়ারবাড রয়েছে। শেষের এই লাইনআপে এবার যোগ দিল Nubia New Sound C1 নামে ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোন। ৪০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপের সাথে আসা নয়া এই ইয়ারবাডে ব্যবহৃত হয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। সাথে জল ও ধুলো থেকে সুরক্ষা দিতে এটি আইপিএক্স৪ রেটিংপ্রাপ্ত। চলুন Nubia New Sound C1 ট্রুলি ওয়্যারলেস ইয়ারবাডের দাম, ফিচার ও স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

Nubia New Sound C1 দাম ও লভ্যতা

চীনে নুবিয়া নিউ সাউন্ড সি১ ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ১৫৮ ইউয়ান (প্রায় ১,৮০০ টাকা )। আগামী ১৮ জানুয়ারি থেকে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এটি কেনা যাবে। ব্লু, হোয়াইট এবং গ্রীন কালার অপশনে ক্রেতারা বেছে নিতে পারবেন ইয়ারবাডটি।

Nubia New Sound C1 স্পেসিফিকেশন

নুবিয়া নিউ সাউন্ড সি১ ইয়ারবাডটি সেমি ইন ইয়ার ডিজাইন সহ এসেছে। এতে লেটেস্ট ব্লুটুথ ৫.৩ ভার্সন সাপোর্ট করবে, যার কার্যকরী ক্ষমতা পূর্বসূরীর তুলনায় অনেক বেশি। কোম্পানির তরফে জানানো হয়েছে, এটি আগের ব্লুটুথ ৫.০ ভার্সনের থেকে ৫০ শতাংশ বেশি ল্যাটেন্সি অফার করতে সক্ষম। এছাড়া, গেম খেলার সময় ব্যবহারকারীরা ম্যানুয়ালি এর লো ল্যাটেন্সি মোড নির্বাচন করতে পারবেন।

সংস্থার দাবি, বাডগুলি ৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করতে পারবে। আবার এর চার্জিং কেসে দেওয়া হয়েছে ৪০০ এমএএইচ ব্যাটারি, ফলে কেস সমেত ইয়ারবাডটি অতিরিক্ত ৩২ ঘন্টা ব্যবহারযোগ্য। পরিশেষে বলি, ওয়ার্কআউটের সময় ব্যবহারের জন্য Nubia New Sound C1 জল এবং ধুলো প্রতিরোধী আইপিএক্স৪ রেটিং সহ এসেছে।

Tags:    

Similar News