সস্তা iPhone 12 ব্যবহারকারীদের সারপ্রাইজ Apple এর, এখন পাবেন এই বিশেষ সুবিধা
সুখবর! চার বছর পুরোনো একটি Apple ফোন পেল Qi2 ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ডের সাপোর্ট। আমরা কথা বলছি 2020 সালে আত্মপ্রকাশ করা iPhone 12 মডেলটির প্রসঙ্গে। টেক জায়ান্টটি তাদের এই হ্যান্ডসেটের জন্য হালফিলে iOS 17.4 আপডেট রিলিজ করেছে। যেখানে ডিভাইসটির জন্য এই অ্যাডভান্স চার্জিং প্রযুক্তির সাপোর্ট অফার করা হচ্ছে। জানিয়ে রাখি, এই আপডেট ইউরোপীয় ইউনিয়ন (UE) দ্বারা ঘোষিত নয়া 'ডিজিটাল মার্কেটস অ্যাক্ট' (DMA) নিয়ন্ত্রক নীতিকে মান্যতা দিয়ে রিলিজ করা হয়েছে।
ম্যাকওয়ার্ল্ড (Macworld) তাদের প্রতিবেদনে জানিয়েছে, iOS 17.4 অপারেটিং সিস্টেম চালিত iPhone 12 মডেলে এখন Qi2 চার্জার ব্যবহার করে 15 ওয়াট পাওয়ারে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করছে। যদিও এই অ্যাডাপ্টারটি সংস্থার ম্যাগসেফ চার্জার নয়। তবে পারফরম্যান্সের নিরিখে উভয় চার্জারের কার্যক্ষমতা ও চার্জিং সময় প্রায় একরকমই। এক্ষেত্রে, ম্যাগসেফ এবং Qi2 উভয় চার্জার দিয়ে চার্জ করার ক্ষেত্রে iPhone 12 মডেলের ব্যাটারি প্রায় 20 মিনিটে 30 শতাংশ চার্জ হয় এবং 50 শতাংশে পৌঁছতে 45 থেকে 50 মিনিট সময় লেগেছে।
রিপোর্টে আরো বলা হয়েছে যে, Qi2 চার্জারের সাথে ডিভাইস সংযুক্ত থাকাকালীন এখন '15 ওয়াট ওনলি চার্জিং' লেখা অ্যানিমেশন দেখা যাচ্ছে। যদিও অ্যাপল দ্বারা প্রকাশিত অফিসিয়াল রিলিজ নোটে কিন্তু এই বৈশিষ্ট্যটির কোনো উল্লেখ পাওয়া যায়নি।
আপনারা হয়তো অনেকেই Qi2 প্রযুক্তি সম্পর্কে অবগত নন। জানিয়ে রাখি, এটি হল একটি লেটেস্ট ওয়্যারলেস চার্জিং স্ট্যান্ডার্ড, যা আরো উন্নত ওয়্যারলেস পাওয়ার ট্রান্সফার এবং টেকসই ম্যাগনেটিক অ্যালাইনমেন্ট সহ এসেছে। অ্যাপল এর ম্যাগসেফ চার্জিং প্রযুক্তির সাথে এর কার্যকারিতার একাধিক মিল রয়েছে।
এদিকে জানা গেছে, iPhone 12 পূর্বে নন-ম্যাগসেফ Qi ওয়্যারলেস চার্জারের মাধ্যমে মাত্র 7.5 ওয়াট চার্জিং স্পিড অফার করতো। কিন্তু নয়া আপডেটের পর ডিভাইসটিতে Qi2 ওয়্যারলেস চার্জার ও নন-ম্যাগসেফ Qi2 ওয়্যারলেস চার্জারের মাধ্যমে দ্বিগুন ওয়্যারলেস চার্জিং গতি সাপোর্ট করছে।
টেক জায়ান্টটি iOS 17.2 সফ্টওয়্যার আপডেটের সাথে গত বছর ডিসেম্বর মাসে IPhone 13 এবং iPhone 14 মডেলের জন্যও অনুরূপ চার্জিং আপগ্রেড অফার করেছিল। আবার এখন এদের পূর্বসূরি এই তালিকায় যুক্ত হল।