কার্ভড ডিসপ্লের সাথে আসছে OnePlus 11R, লঞ্চের আগেই ছবি সহ স্পেসিফিকেশন ফাঁস
OnePlus তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 11 -এর লঞ্চের তারিখ ইতিমধ্যেই ঘোষণা করেছে। ২০২৩ সালের ৪ঠা জানুয়ারি আসন্ন এই স্মার্টফোনকে সংস্থাটি তাদের হোম-মার্কেটে লঞ্চ করবে বলে জানিয়েছে। আর এর প্রায় ১মাস পর অর্থাৎ ৭ই ফেব্রুয়ারি ভারতে এটি আত্মপ্রকাশ করবে৷ কিন্তু OnePlus 11 ছাড়াও ব্র্যান্ডটি আরেকটি প্রিমিয়াম স্মার্টফোনকে শীঘ্রই চীন ও ভারতে লঞ্চ করবে বলে দীর্ঘদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল। এই হ্যান্ডসেটটি OnePlus 11R নামে বাজারে আসবে এবং এটি 'পারফরম্যান্স কেন্দ্রিক' প্রিমিয়াম স্মার্টফোন হবে। আর মনে করা হচ্ছে OnePlus 11 আসার কিছু পরেই OnePlus 11R লঞ্চ হবে।
উল্লেখ্য, এই ফোনটিকে ঘিরে বহুদিন ধরেই তথ্য সামনে আসছিল। যদিও সংস্থার তরফ থেকে কোনো উচ্চবাচ্য শোনা না যাওয়ায়, আদৌ এর কোনো অস্তিত্ব আছে কিনা তা নিয়েও সন্দেহ জেগেছিল। কিন্তু সম্প্রতি টিপস্টার যোগেশ ব্রার (Yogesh Brar) এবং গ্যাজেটগ্যাং (GadgetGang) -এর মিলিত উদ্যোগে ডিভাইসটির দুটি লাইভ ইমেজ সামনে এসেছে। যেখানে OnePlus 11R -এর ফ্রন্ট ও ব্যাক ডিজাইন দেখা যায় এবং একই সাথে কিছুকী-স্পেসিফিকেশন ফাঁস হয়।
লঞ্চের আগেই OnePlus 11R স্মার্টফোনের লাইভ ইমেজ অনলাইন ফাঁস
টিপস্টার দ্বারা ফাঁস করা লাইভ ইমেজে, আসন্ন ওয়ানপ্লাস ১১আর ফোনের ফ্রন্ট এবং রিয়ার প্যানেলের ডিজাইন দেখতে পেয়েছি আমরা। ডিভাইসটির রিয়ার প্যানেল একটি প্রোটোটাইপ কেস দ্বারা আবৃত থাকলেও, ক্যামেরা মডিউলের লেআউট যথেষ্ট স্পষ্ট। লাইভ ইমেজ দেখে মনে হচ্ছে, ওয়ানপ্লাস ১১আর ফোনের রিয়ার ক্যামেরা মডিউলের ডিজাইন আসন্ন ওয়ানপ্লাস ১১ মডেলের অনুরূপ হবে। এক্ষেত্রে যোগেশ ব্রারের দাবি, ফোনটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন বা OIS প্রযুক্তি সমর্থিত ৫০ মেগাপিক্সেলের Sony প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ আসবে। অন্যদিকে ফ্রন্ট প্যানেলের ডিজাইনের কথা বললে, ওয়ানপ্লাস ১১আর ফোনে কার্ভড AMOLED ডিসপ্লে দেখা যাবে, যার উপরিভাগে মাঝবরাবর একটি পাঞ্চ-হোল কাটআউট রয়েছে। এই ডিসপ্লে ১.৫কে রেজোলিউশন সাপোর্ট করবে বলে টিপস্টার জানিয়েছেন।
এই ডিভাইসের কয়েকটি সম্ভাব্য ফিচার সম্পর্কেও আমরা জানতে পেরেছি। রিপোর্ট অনুসারে, ওয়ানপ্লাস ১১আর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর সহ আসবে। এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। আবার ডিভাইসের প্রান্তে অ্যালার্ট স্লাইডার এবং এবং একটি আইআর (IR) ব্লাস্টার দেখা যেতে পারে। প্রসঙ্গত, আপকামিং OnePlus 11 ফোনেও অ্যালার্ট স্লাইডার দেওয়া হবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করছে ওয়ানপ্লাস।
এদিকে সম্প্রতি একটি গ্যাজেট রিসার্চার সাইট, OnePlus 11R স্মার্টফোনের বেশ কয়েকটি স্পেসিফিকেশন প্রকাশ্যে এনেছিল। জানা গিয়েছে, এতে ১২০ হার্টজ এবং ১.৫কে রেজোলিউশন সমর্থিত ৬.৭-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে। স্টোরেজ হিসাবে ৮ জিবি / ১৬ জিবি র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত রম অফার করবে। এই ফোনের পেছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে, যার প্রাইমারি সেন্সর হবে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 সেন্সর। ঠিক যেমন যোগেশ ব্রার তার লেটেস্ট রিপোর্টে দাবি করেছেন। অন্য দুটি সেন্সর - ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর হতে পারে। আর সেলফি তোলার জন্য থাকবে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।
টিপস্টার যোগেশ ব্রার আরো দাবি করেছেন যে, OnePlus 11R ভারতের বাজারে ৫০,০০০ টাকার রেঞ্জে লঞ্চ হবে। এক্ষেত্রে সংস্থাটি পূর্বসূরি OnePlus 10R -এর থেকে উত্তরসূরির দাম ৩,০০০ থেকে ৫,০০০ টাকা বেশি রাখতে পারে। প্রসঙ্গত, এদেশে OnePlus 10R ফোনের ৮০ওয়াট চার্জিং ভ্যারিয়েন্টকে ৩৮,৯৯৯ টাকায় এবং ১৫০ওয়াট সুপার ভুক (SuperVOOC) চার্জিং ভ্যারিয়েন্টকে ৪৩,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। ফলে আমরা আশা করতে পারি যে, ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনের বেস মডেলের বিক্রয় মূল্য ৪৬,৯৯৯ টাকা থেকে ৪৮,৯৯৯ টাকার মধ্যে রাখা হবে।