ক্যামেরার পর ডিসপ্লেতেও বড় আপগ্রেড, OnePlus 12 সরাসরি টেক্কা দিতে তৈরি iPhone 15 সিরিজকে
ডিসেম্বরে আত্মপ্রকাশ করতে চলেছে OnePlus 12 স্মার্টফোন। আর আসন্ন এই মডেলটির লঞ্চের সময় যত ঘনিয়ে আসছে, ততই একের পর এক তথ্য সামনে আসছে। চলতি সপ্তাহের শুরুতে এই ফোনের সম্পূর্ণ রিয়ার ক্যামেরা কনফিগারেশন ফাঁস হয়েছিল। আর আজ OnePlus 12 -এর ডিসপ্লে ফিচার সংক্রান্ত তথ্য প্রকাশ্যে এল। জানা গেছে, ডিভাইসটি কার্ভড ডিসপ্লে প্যানেল সহ লঞ্চ হবে এবং কোয়াড এইচডি রেজোলিউশন সাপোর্ট করবে।
কার্ভড টাচস্ক্রীন ফিচারের সাথে আসবে OnePlus 12 স্মার্টফোন
টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন (Digital Chat Station) সম্প্রতি চীনা মাইক্রোসাইট উইবো (Weibo) -এর মাধ্যমে আসন্ন ওয়ানপ্লাস ১২ স্মার্টফোনের ডিসপ্লে স্পেসিফিকেশন সংক্রান্ত তথ্য ফাঁস করেছেন। টিপস্টারের দাবি অনুসারে, আপকামিং এই হ্যান্ডসেটে ৬.৮২-ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই টাচ প্যানেলটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং কোয়াড এইচডি (৩১৬৮×১৪৪০ পিক্সেল) রেজোলিউশন সাপোর্ট করতে পারে।
টিপস্টার আরো জানিয়েছেন যে, OnePlus 12 স্মার্টফোনের ডিসপ্লে প্যানেল তৈরির দায়িত্বে থাকবে বিশ্বের অন্যতম বড় OLED ডিসপ্লে উৎপাদনকারী সংস্থা 'বিওই টেকনোলজি' (BOE Technology)। অর্থাৎ, এই হ্যান্ডসেটে LTPO-ভিত্তিক স্ক্রিন ব্যবহার করা হতে পারে, যার PWM ডিমিং ফ্রিকোয়েন্সি ২১৬০ হার্টজ হবে।
রিপোর্টে আরো উল্লেখ করা হয়েছে যে, নতুন ওয়ানপ্লাস ব্র্যান্ডিংয়ের ফ্লাগশিপ ফোনটি ১২ / ১৬ / ২৪ জিবি র্যাম এবং ২৫৬ / ৫১২ জিবি / ১ টেরাবাইট স্টোরেজ সহ আসতে পারে। এছাড়া এই ফোনকে মোট তিনটি কালার অপশনে অফার করা হতে পারে, যথা - ব্ল্যাক, হোয়াইট এবং গ্রীন।
OnePlus 12 -এর সম্ভাব্য স্পেসিফিকেশন
প্রসঙ্গত আপকামিং OnePlus 12 স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন সম্পর্কিত একাধিক রিপোর্ট পূর্বে প্রকাশিত হয়েছে। যার থেকে জানা গেছে, এটি কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসরের সাথে আসবে, যা কিনা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা 'স্ন্যাপড্রাগন সামিট ২০২৩' ইভেন্টে লঞ্চ হবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এই ব্যাটারি ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০০ ওয়াট ওয়্যারড ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।
আগেই বলেছি, সম্প্রতি OnePlus 12 -এর ক্যামেরা স্পেসিফিকেশনও অনলাইনে ফাঁস হয়েছে। জানা গেছে, আসন্ন এই ফ্ল্যাগশিপ ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এই ক্যামেরাগুলি - OIS এনাবল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৪৮ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, এবং ৩এক্স অপটিক্যাল জুম ও OIS সহ ৬৪ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স হতে পারে। এই ফোনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হবে এমনটাও খবর পাওয়া যাচ্ছে।
OnePlus 12 স্মার্টফোনকে আগামী ডিসেম্বর মাসে চীনের বাজারে লঞ্চ করা হবে। তবে বিশ্বব্যাপী ডিভাইসটিকে ২০২৪ সালের জানুয়ারি মাসের শুরুতে উন্মোচন করা হবে পারে। জানিয়ে রাখি, এই মুহূর্তে সংস্থাটি তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন OnePlus Open লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এক্ষেত্রে এই ভাঁজযোগ্য মডেলটির আত্মপ্রকাশের পরপরই OnePlus 12 -এর লঞ্চের টাইমলাইন ও অন্যান্য ফিচার ঘোষণা করা হবে বলে মনে করা হচ্ছে।