লঞ্চের 10 দিন আগেই উত্তেজনা বাড়িয়ে OnePlus 12R-এর স্পেসিফিকেশন ফাঁস

Update: 2024-01-13 05:18 GMT

চীনের পর এবার ওয়ানপ্লাস (OnePlus) আগামী ২৩ জানুয়ারি ভারত সহ গ্লোবাল মার্কেটে তাদের বহু প্রতীক্ষিত OnePlus 12 সিরিজ লঞ্চ করবে। ওইদিন ফ্ল্যাগশিপ OnePlus 12 এবং সাশ্রয়ী মূল্যের OnePlus 12R রিলিজ করবে বলে আগেই নিশ্চিত করা হয়েছে। অফিসিয়াল লঞ্চ যত কাছাকাছি আসছে, ততই নানা সূত্র মারফৎ আসন্ন ফোনগুলির সম্পর্কে বিভিন্ন তথ্য সামনে আসা শুরু করছে। আর এখন OnePlus 12R গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইট থেকে ডিভাইসটির বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রকাশ হয়েছে।

OnePlus 12R-কে দেখা গেল Geekbench ডেটাবেসে

CPH2611 মডেল নম্বর সহ ওয়ানপ্লাস ১২আর ফোনটি গিকবেঞ্চ সাইটে তালিকাভুক্ত হয়েছে। লিস্টিং অনুযায়ী, ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট থাকবে, যার বেস ক্লক স্পিড ২.০২ গিগাহার্টজ এবং পিক ক্লক স্পিড ৩.১৯ গিগাহার্টজ। গিকবেঞ্চ নিশ্চিত করেছে যে ডিভাইসটিতে ১৬ জিবি র‍্যাম মিলবে এবং অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ওয়ানপ্লাস ১২আর গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ১,৫৫৪ এবং ৪,৪৮৪ পয়েন্ট স্কোর করেছে।

জানিয়ে রাখি, ওয়ানপ্লাস ১২আর ফোনটি চীনে লঞ্চ করা ওয়ানপ্লাস এস ৩-এর গ্লোবাল ভার্সন হতে চলেছে। তাই এতে ২,৪৮০×১,২৬৪ পিক্সেলের রেজোলিউশন ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির এলটিপিও অ্যামোলেড (LTPO AMOLED) ডিসপ্লে থাকবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, ফোনটির ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে।

আবার ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে শক্তিশালী ৫,৫০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত থাকবে, যা কোম্পানির তরফে আগেই নিশ্চিত করা হয়েছে। OnePlus Ace 3-এর মতোই, OnePlus 12R মডেলে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে বলে শোনা যাচ্ছে।

Tags:    

Similar News