OnePlus 12R এর ফিচার নিয়ে মিথ্যাচার সংস্থার, ধরা পড়ার ভয়ে তড়িঘড়ি ভুল স্বীকার

By :  SUMAN
Update: 2024-02-13 14:40 GMT

কথায় আছে, অজান্তে হওয়া ভুল ক্ষমার যোগ্য। কিন্তু OnePlus অজান্তে এমন একটা ভুল করে বসেছে, যার জন্য মাশুল গুনতে হতে পারে। ব্যাপারটা খুলে বলি তাহলে। গত মাসে বিশ্ববাজারে আত্মপ্রকাশ করে OnePlus 12R। লঞ্চের সময় সংস্থার তরফ থেকে জানানো হয় যে, ডিভাইসটির কয়েকটি আঞ্চলিক ভ্যারিয়েন্টে UFS 4.0 স্টোরেজ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যদিও পরবর্তীতে দেখা যায়, এই তথ্য সত্য নয়। OnePlus কর্মকর্তারা সম্প্রতি নিজেদের এই ভুল স্বীকার করেছেন। সাথে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, OnePlus 12R স্মার্টফোনের প্রত্যেকটি সংস্করণই UFS 3.1 অনবোর্ড স্টোরেজ অফার করে।

OnePlus 12R স্মার্টফোনে UFS 4.0 নয় বরং রয়েছে UFS 3.1 স্টোরেজ, ভুল স্বীকার সংস্থার

ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট তথা সিওও কিন্ডার লিউ (Kinder Liu) সম্প্রতি সংস্থার অফিসিয়াল ফোরামে একটি ঘোষণা করেছেন। যেখানে জানানো হয়, ওয়ানপ্লাসের তরফ থেকে ওয়ানপ্লাস ১২আর স্মার্টফোনের ফিচার সম্পর্কিত একটা ভুল তথ্য দেওয়া হয়েছে। এই ফোনে লেটেস্ট UFS 4.0 স্টোরেজ দেওয়ার কথা বলা হয়েছিল, যা সঠিক নয়। ডিভাইসটি UFS 3.1 স্টোরেজ সিস্টেমের সাথে এসেছে।

জানিয়ে রাখি, UFS 3.1 ভার্সনটি UFS 4.0 ভ্যারিয়েন্টের তুলনায় পুরানো। UFS 4.0 স্টোরেজ ওয়ানপ্লাস ১২আর -এ বিদ্যমান নেই ঠিকই, তবে এর সাথেই আত্মপ্রকাশ করা ওয়ানপ্লাস ১২ (OnePlus 12) ফ্ল্যাগশিপ মডেলে পাওয়া যাবে। এদিকে ওয়ানপ্লাস ১২আর ফোনের UFS 3.1 স্টোরেজ নতুন ট্রিনিটি ইঞ্জিন সাপোর্ট করে, যা ডিভাইসে দ্রুত অ্যাপ লঞ্চের সুবিধা অফার করার পাশাপাশি অ্যাপ্লিকেশন লকড ফিচার ৭২ ঘন্টা পর্যন্ত খোলা রাখতে সক্ষম। জানিয়ে রাখি, OnePlus 12R ফোন ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের সাথে এসেছে।

সংস্থার পক্ষ থেকে এরূপ আকস্মিক স্বীকারোক্তি আসার পর বহু OnePlus 12R ক্রেতাই যারপর নাই ক্ষুব্ধ হয়েছেন। এক্ষেত্রে একটা নিষ্পত্তিতে আসার প্রয়োজন মনে করেছেন কর্মকর্তা কিন্ডার লিউ। যার দরুন তিনি জানিয়েছেন, ওয়ানপ্লাস ১২আর ক্রেতাদের জন্য আগামী ১৫ই ফেব্রুয়ারি একটা বিশেষ ঘোষণা করা হতে পারে। ব্র্যান্ডটি হয়তো নিজেদের ভুল সংশোধনের জন্য ক্রেতাদের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও এক্ষুনি এই বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা ঠিক হবে না।

প্রসঙ্গত নবাগত OnePlus 12R স্মার্টফোন প্রথম সেল (৬ই ফেব্রুয়ারি) শুরু হওয়ার কিছু সময়ের মধ্যে 'আউট অফ স্টক' হয়ে যাওয়ায়, আজ অর্থাৎ ১৩ই ফেব্রুয়ারি দ্বিতীয় সেলের আয়োজন করা হয়েছে। এক্ষেত্রে যেসকল ক্রেতারা অ্যামাজন (Amazon) থেকে হ্যান্ডসেটটি কিনবেন তারা অতিরিক্তভাবে ৪,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পেয়ে যাবেন। এছাড়া নির্বাচিত ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে ফ্লাট ১,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্টও মিলবে৷

Tags:    

Similar News