OnePlus 8T ও OnePlus 10 Pro ফোনে ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, এল নতুন OxygenOS আপডেট
OnePlus 8T এবং OnePlus 10 Pro স্মার্টফোনের জন্য নতুন ফার্মওয়্যার আপডেট রিলিজ করা হল। এই নয়া আপডেটে জানুয়ারী ২০২৪ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ এবং একাধিক নতুন ফিচার পাওয়া যাবে। একই সাথে, কিছু সমস্যার সমাধান করা হয়েছে। OnePlus 8T এবং OnePlus 10 Pro ফোনের ভারতীয় ভ্যারিয়েন্ট যথাক্রমে OxygenOS 14.0.0.300 ও OxygenOS 14.0.0.402 ফার্মওয়্যার ভার্সন সহ আপডেট পাচ্ছে। এই সফ্টওয়্যার আপডেট পর্যায়ক্রমে রোলআউট করা হবে বলে জানা গেছে।
OnePlus 8T ফোনের KB2001_14.0.0.300 (EX01) ওএস আপডেট :
সিস্টেম
- সিস্টেম নিরাপত্তা বাড়াতে জানুয়ারী ২০২৪ সিকিউরিটি প্যাচ অন্তর্ভুক্ত৷
- সিস্টেমের স্থায়িত্ব এবং কর্মক্ষমতা উন্নত করা হয়েছে।
- ব্যাটারির আয়ু বাড়াবে।
- ডিভাইস আনলক থাকা অবস্থায়ও স্ক্রিনে ফিঙ্গারপ্রিন্ট আইকন বিদ্যমান থাকার সমস্যা সমাধান করা হয়েছে।
- স্মার্ট সাইডবারে ব্যাকগ্রাউন্ড স্ট্রিম ফিচারটি সরিয়ে দেওয়া হয়েছে।
ক্যামেরা -
- ক্যামেরা উন্নত করা হয়েছে।
OnePlus 10 Pro ফোনের NE2211 14.0.0.402(EX01) ওএস আপডেট :
অন্যদিকে, ওয়ানপ্লাস ১০ প্রো ফোন পেয়েছে অক্সিজেন ওএস ১৪.০.০.৪০২ আপডেট। যার অধীনেও লেটেস্ট জানুয়ারি ২০২৪ সিকিউরিটি প্যাচ অফার করা হচ্ছে।
সিস্টেম -
- সিস্টেম নিরাপত্তা বাড়াতে জানুয়ারী ২০২৪ অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচকে অন্তর্ভুক্ত করা হয়েছে৷
- ফাস্ট সেটিংসে একটি স্বয়ংক্রিয় ব্রাইটনেস বাটন যুক্ত করা হয়েছে।
- সিস্টেমের স্থায়িত্ব এবং কর্মক্ষমতা উন্নত করা হয়েছে।
- নির্দিষ্ট পরিস্থিতিতে ব্যাটারির আয়ু বাড়াবে।
- নির্দিষ্ট কয়েকটি অ্যাপের মধ্যে সুইচ করার ক্ষেত্রে দেখা দেওয়া সমস্যার সমাধান করা হয়েছে৷
- স্ট্যাটাস বারে অনগোয়িং কল বাবলে ট্যাপ করার স্ক্রিন ফ্লিকার ইস্যু সমাধান করা হয়েছে৷
- মাঝে মধ্যে স্মার্ট সাইডবার কাজ করা বন্ধ হয়ে যাচ্ছিলো, যার সমাধান করা হয়েছে।
আমরা আগেই বলেছি, OnePlus 10 Pro এবং OnePlus 8T উভয় ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের জন্য নয়া সফ্টওয়্যার আপডেট পর্যায়ক্রমে রোলআউট করা হচ্ছে। এক্ষেত্রে প্রতিটি ইউনিটে আপডেট পৌঁছাতে বেশ কিছু দিন সময় লেগে যাবে। তবে উক্ত ফোনগুলির ব্যবহারকারীরা 'সেটিংস' থেকে 'অ্যাবাউট ডিভাইস' সেকশনে গিয়ে 'সফ্টওয়্যার আপডেট' -এর অধীনে আপডেট এসেছে কিনা তা ম্যানুয়ালি চেক করতে পারবেন। যদি আপডেট এসে থাকে তবে 'ডাউনলোড নাও' বাটনে ট্যাপ করে তা ইন্সটল করা সম্ভব।
(Settings > About Device > Software Update > Download Now)