সস্তা OnePlus Nord সিরিজের এই ফোনের জন্য এল Android 13 স্টেবল আপডেট, নতুন কি কি ফিচার পাওয়া যাবে দেখুন

By :  SUMAN
Update: 2023-04-26 09:04 GMT

OnePlus সম্প্রতি তাদের দু'বছর পুরোনো একটি স্মার্টফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের জন্য Android 13 অপারেটিং সিস্টেম ভিত্তিক OxygenOS 13 কাস্টম স্কিনের স্টেবল আপডেট রোলআউট করল। এই ফোনের নাম OnePlus Nord 2। মূলত গত মার্চ মাসে আলোচ্য ডিভাইসের জন্য OxygenOS 13 ওপেন বিটা প্রোগ্রাম ঘোষণা করার পর, প্রায় দেড় মাস পর অর্থাৎ আজ (২৬শে এপ্রিল) এর স্টেবল আপডেট রিলিজ করার কথা জানানো হল। মিড রেঞ্জের এই স্মার্টফোনের জন্য আসা নয়া Android 13 ভিত্তিক OxygenOS 13 কাস্টম স্কিনের স্টেবল আপডেটটি EB2103_11.F.04 ফার্মওয়্যার সংস্করণ সহ এসেছে।

OnePlus তাদের কমিউনিটি ফোরামে নয়া আপডেট রোলআউটের বিষয়ে জানিয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে, OxygenOS 13 কাস্টম রম আপডেটটির সাথে লেটেস্ট সিকিউরিটি প্যাচ পাওয়া যাবে। পাশাপাশি একাধিক নতুন বৈশিষ্ট্যও উপলব্ধ হবে। যেমন - নতুন অ্যাকোয়ামরফিক ডিজাইন, প্রাইভেসি সম্পর্কিত আপগ্রেড, গেমিং এক্সপিরিয়েন্স এবং নেটওয়ার্ক উন্নীত করার ফিচার ইত্যাদি। চলুন OnePlus Nord 2 ফোনের জন্য আসা এই স্থিতিশীল আপডেটের সম্পূর্ণ চেঞ্জলগ দেখে নেওয়া যাক।

OnePlus Nord 2 ফোনের Android 13 ভিত্তিক OxygenOS 13 আপডেটের চেঞ্জলগ

অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেনওএস ১৩ কাস্টম স্কিনের স্টেবল আপডেট এখন ভারতে লঞ্চ হওয়া ওয়ানপ্লাস নর্ড ২ (OnePlus Nord 2) এবং এই ফোনেরই একটি বিশেষ সংস্করণ অর্থাৎ ওয়ানপ্লাস নর্ড ২ প্যাক-ম্যান এডিশন (OnePlus Nord 2 PAC-MAN Edition) মডেলের জন্য উপলব্ধ। নীচে চেঞ্জলগের বিবরণ দেওয়া হল -

অ্যাকোয়ামরফিক ডিজাইন (Aquamorphic Design) –

  • উন্নত ভিজ্যুয়াল কমফোর্টের জন্য অ্যাকোয়ামরফিক ডিজাইন থিম কালার যুক্ত করবে এই আপডেট।
  • বিশ্বের বিভিন্ন অঞ্চলের সময় দেখাতে হোম স্ক্রীন ওয়ার্ল্ড ক্লক উইজেট পাওয়া যাবে।
  • পরিষ্কার এবং পরিচ্ছন্ন ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদানের জন্য ইউজার ইন্টারফেসের (UI) স্তর অপ্টিমাইজ করা হয়েছে৷
  • সহজে এবং দ্রুততার সাথে তথ্য খুঁজে পেতে উইজেট ডিজাইন অপ্টিমাইজ করা হয়েছে।
  • ভাল পঠনযোগ্যতার জন্য ফন্ট অপ্টিমাইজ করা হয়েছে।
  • আইকনগুলি চিনতে যাতে সহজ হয়, তার জন্য লেটেস্ট কালার স্কিম ব্যবহার করে সিস্টেম আইকনগুলিকে অপ্টিমাইজ করা হয়েছে৷

এফিসিয়েন্সি (Efficiency) –

  • হোম স্ক্রিনে বড় ফোল্ডার যোগ করে। যাতে ইউজাররা এই ধরণের বড় ফোল্ডারে থাকা অ্যাপগুলি একবার মাত্র ট্যাপ করে ওপেন করতে পারেন বা একবার সোয়াইপ করে ফোল্ডারের পেজ উল্টাতে পারেন৷
  • মিডিয়া প্লেব্যাক কন্ট্রোল যোগ করে এবং কুইক সেটিংস এক্সপিরিয়েন্স অপ্টিমাইজ করে।
  • স্ক্রিনশট এডিট করার জন্য অধিক মার্কআপ টুল বিকল্প যোগ করে।
  • হোম স্ক্রিনে উইজেট যোগ করার অনুমতি দেয়।
  • সাইডবার টুলবক্স যোগ করে। স্মুথ অপারেশনের জন্য অ্যাপের ভিতরে ফ্লোটিং উইন্ডো খুলতে পারবে ইউজাররা।
  • নোটস অ্যাপের ডুডল আপগ্রেড করে। ফলে এই নয়া আপডেটের সাথে আরও দক্ষতার সাথে নোট নেওয়া ও গ্রাফিক্স আঁকা যাবে।
  • শেল্ফ অপ্টিমাইজ করে। হোম স্ক্রিনে নিচের দিকে সোয়াইপ করলে ডিফল্টরূপে শেল্ফ উঠে আসবে। অনলাইনে বা ডিভাইসে এখন থেকেই কনটেন্ট সার্চ করা যাবে।

পার্সোনালাইজেশন (Personalization) –

  • আরও বেশি অলওয়েজ-অন ডিসপ্লে অ্যানিমেশন অফার করতে বিটমোজি (Bitmoji) অপ্টিমাইজ করে৷
  • কাস্টমাইজড অবতারের সাথে ইউজার যাতে আরো ভালো ভাবে নিজেকে অভিব্যক্ত করতে পারে তার জন্য ওমোজি (Omoji) যোগ করে।
  • ইনসাইট অলওয়েজ-অন ডিসপ্লে অপ্টিমাইজ করে এবং আরও পার্সোনালাইজড অলওয়েজ-অন ডিসপ্লে সেটিংস উপলব্ধ করে।
  • পোর্ট্রেট সিলুয়েট অলওয়েজ-অন ডিসপ্লে অপ্টিমাইজ করে এবং আরও বেশি সংখ্যক ড্রয়িং টুল এবং লাইন কালার উপলব্ধ করে।

সিকিউরিটি এবং প্রাইভেসি (Security & privacy) –

  • চ্যাট স্ক্রিনশটের জন্য স্বয়ংক্রিয় পিক্সেলেশন ফিচার যোগ করে৷ এই সিস্টেমটি ইউজারের ডেটার গোপনীয়তা রক্ষা করার জন্য চ্যাট স্ক্রিনশটের প্রোফাইল পিকচার এবং প্রদর্শিত নাম সনাক্ত করতে ও স্বয়ংক্রিয়ভাবে পিক্সেলেট করতে পারে।
  • প্রাইভেসি প্রটেকশনের জন্য ক্লিপবোর্ড ডেটার নিয়মিত ক্লিয়ারিং যোগ করে।
  • প্রাইভেসি সেফ অপ্টিমাইজ করে। ‘অ্যাডভান্সড এনক্রিপশন স্ট্যান্ডার্ড’ (AES), প্রাইভেট ফাইলের জন্য আরো উন্নত নিরাপত্তা প্রদান করতে সমস্ত ফাইল এনক্রিপ্ট করতে ব্যবহার করা হয়।

স্বাস্থ্য এবং ডিজিটাল ওয়েলবিং (Health & Digital wellbeing) –

  • এই নয়া আপডেট কিড স্পেস যুক্ত করে। অর্থাৎ কিড স্পেস অন থাকাকালীন, ইউজারের ব্রাউজার অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে কিডস মোডে স্যুইচ হয়ে ডিভাইসকে শিশু-বান্ধব করে তোলে।
  • কিড স্পেসে – ডিসটেন্স-ফ্রম-ফোন, অ্যাম্বিয়েন্ট লাইট এবং সিটিং পসচার রিমাইন্ডার বিকল্প যোগ করা হয়েছে।
  • বাচ্চাদের আই-সাইট সুরক্ষিত রাখতে কিড স্পেস ফিচারে আই কমফর্ট যোগ করে।

গেমিং এক্সপিরিয়েন্স (Gaming experience) –

  • ফ্রেম রেট স্থিতিশীল করতে এবং পারফরম্যান্স ও পাওয়ার কনসাম্পশনের ভারসাম্য বজায় রাখতে, হাইপারবুস্ট জিপিএ ৪.০ (HyperBoost GPA 4.0) ভার্সন মিলবে।

কমিউনিকেশন (Communication) –

  • মোবাইল নেটওয়ার্ক কানেকশনের স্ট্যাবিলিটি বা স্থায়িত্ব উন্নত করে৷

Tags:    

Similar News