১,০০০ টাকায় মিলছে OnePlus-এর ফোন, এই সুযোগ একদম মিস করবেন না

Update: 2023-02-20 07:57 GMT

OnePlus-এর স্মার্টফোন সবসময়ই ক্রেতাদের পছন্দের তালিকায় থাকে। সেক্ষেত্রে আপনিও যদি দীর্ঘদিন ধরে সস্তায় একটি OnePlus ফোন কেনার পরিকল্পনা করে থাকেন এবং ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ মডেলগুলি না কিনলেও আপনার চলে, তাহলে আপনারই জন্য আজ রয়েছে একটি দারুণ সুখবর! আসলে OnePlus-এর সবচেয়ে সস্তা ফোন OnePlus Nord CE 2 Lite 5G এখন বিশাল ডিসকাউন্টে কেনার জন্য উপলব্ধ হয়েছে। এক্ষেত্রে Amazon India ফোনটিতে এমন আকর্ষণীয় অফার দিচ্ছে, যার ফলে আপনারা চাইলে হাজার টাকারও কমে এটি পকেটস্থ করতে পারবেন। ঠিক কী অফার মিলছে OnePlus Nord CE 2 Lite 5G ফোনে? আসুন সেই বিষয়ে জেনে নিই এবং এক নজরে দেখে নিই এই ফোনের ফিচারগুলি।

হাজার টাকায় OnePlus-এর ফোন, কী এমন অফার দিচ্ছে Amazon?

ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনের ৬ জিবি/১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি (MRP) ১৯,৯৯৯ টাকা; তবে অ্যামাজন এটিকে এখন ১৮,৯৯৯ টাকায় বিক্রি করছে। এর মধ্যে যদি কেউ পুরোনো ফোন এক্সচেঞ্জ করে এই ওয়ানপ্লাস ফোনটি কেনেন, তাহলে তিনি ১৮,০০০ টাকা পর্যন্ত দাম পেতে পারেন। অর্থাৎ এই পুরো এক্সচেঞ্জ অফার কাজে লাগানো গেলে ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি কেনার জন্য খরচ পড়বে মাত্র ৯৯৯ টাকা। নিঃসন্দেহে এটি ফোন কেনার একটি দারুণ সুযোগ!

সেক্ষেত্রে যদি কেউ পুরো এক্সচেঞ্জ ভ্যালু না পান (কারণ পুরোনো ফোনের অবস্থার ওপর তার দাম নির্ভর করে), তাহলেও ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোনটি অনেকটা ছাড়ে কিনতে পারবেন। এছাড়া ব্যাঙ্ক অফার, নো-কস্ট ইএমআই স্কিম ইত্যাদির সুবিধাও পাওয়া যাবে।

OnePlus Nord CE 2 Lite 5G ফোনের স্পেসিফিকেশন

এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে সস্তা ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি-তে কী এমন ফিচার আছে যে এটি কিনলে ফায়দা হবে? তাহলে বলি, বাজেট রেঞ্জের এই ওয়ানপ্লাস হ্যান্ডসেটে রয়েছে ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ ৫জি প্রসেসর দ্বারা চালিত হয়। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৩৩ ওয়াট সুপারভোক (SuperVOOC) চার্জিং সাপোর্টযুক্ত ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেখা যাবে। এছাড়াও ফোনটি ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে।

Tags:    

Similar News