সস্তা ফোনেও দুর্দান্ত প্রসেসর, বড় চমক নিয়ে হাজির হচ্ছে OnePlus

Update: 2024-03-19 14:38 GMT

ওয়ানপ্লাস আগামী 1 এপ্রিল গ্লোবাল মার্কেটে তাদের সাশ্রয়ী মূল্যের OnePlus Nord CE 4 স্মার্টফোনটি লঞ্চ করতে চলেছে। এটি গত বছর জুলাই মাসে লঞ্চ হওয়া Nord CE 3-এর উত্তরসূরি হতে চলেছে। ফোনটিকে নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। এছাড়া, কোম্পানির তরফেও এর কিছু প্রধান বৈশিষ্ট্য প্রকাশ করা হয়েছে। আর এখন লঞ্চের আগে OnePlus Nord CE 4 গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা ফোনটির পারফরম্যান্সের পাশাপাশি হার্ডওয়্যার সম্পর্কিত কিছু তথ্যও সামনে এসেছে।

OnePlus Nord CE 4 হাজির GeekBench সাইটে

CPH2613 মডেল নম্বর সহ ওয়ানপ্লাস নর্ড সিই 4 ফোনটি গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে তালিকাভুক্ত হয়েছে। এটি বেঞ্চমার্ক ডেটাবেসের সিঙ্গেল-কোর টেস্টে 1,135 পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে 3,037 স্কোর করেছে। ওয়ানপ্লাস ইতিমধ্যেই নিশ্চিত করেছে যে, ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট থাকবে। গিকবেঞ্চেও উল্লেখ করা হয়েছে, এই চিপসেটে 1+3+4 সিপিইউ আর্কিটেকচার রয়েছে, যার মধ্যে প্রাইম কোরটি 2.63 গিগাহার্টজে রান করে, আর তিনটি পারফরম্যান্স কোরের ক্লক স্পিড 2.4 গিগাহার্টজ এবং চারটি এফিসিয়েন্সি কোর 1.8 গিগাহার্টজে চলে। এছাড়াও, বেঞ্চমার্ক থেকে জানা গেছে যে, নর্ড সিই 4 অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমে রান করবে।

কোম্পানি এও নিশ্চিত করেছে যে ওয়ানপ্লাস নর্ড সিই 4 এলপিডিডিআর4এক্স র‍্যাম এবং ইউএফএস 3.1 স্টোরেজ অফার করবে। সাম্প্রতিক একটি রিপোর্ট থেকে জানা গেছে যে এই হ্যান্ডসেটটি দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে - 8 জিবি র‍্যাম + 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যাম + 256 জিবি স্টোরেজ। আর অতিরিক্ত স্টোরেজের জন্য মাইক্রোএসডি কার্ড স্লটও মিলবে বলেও মনে করা হচ্ছে।

ডিজাইনের দিকে থেকে, OnePlus Nord CE 4-এর পিছনে একটি উল্লম্বভাবে সজ্জিত ডুয়েল ক্যামেরা সেটআপ দেখা যাবে। মাইক্রোফোনের সাথে ওপরের দিকে একটি আইআর (IR) ব্লাস্টার থাকবে, আর পাওয়ার বাটন এবং ভলিউম আপ ও ডাউন রকার ডান ফ্রেমে অবস্থান করবে। কিন্তু, ওয়ানপ্লাসের সিগনেচার অ্যালার্ট স্লাইডারটি অনুপস্থিত থাকবে বলেই মনে হচ্ছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, OnePlus Nord CE 4 চীনের বাজারে লঞ্চ হতে চলা Oppo K12-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হতে পারে। K12-এ 120 হার্টজ রিফ্রেশ রেট 6.7 ইঞ্চির ফুলএইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে, Snapdragon 7 Gen 3 চিপসেট, 16 জিবি র‍্যাম, 512 জিবি স্টোরেজ, 50 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 2 মেগাপিক্সেলের সেন্সর সমন্বিত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে শোনা যাচ্ছে।

Tags:    

Similar News