OnePlus Nord CE 4 থেকে Vivo T3 Lite, চলতি সপ্তাহে কোন কোন নতুন ফোন লঞ্চ হচ্ছে

By :  SUPARNA
Update: 2024-06-24 07:01 GMT

চলতি সপ্তাহ ফোন প্রেমীদের জন্য দারুন কাটতে চলেছে! কেননা OnePlus, Motorola, Vivo এর মতো ব্র্যান্ড এই সময়ে লেটেস্ট স্মার্টফোন ভারতে সহ বিশ্ব বাজারে লঞ্চ করবে। আপকামিং এই মোবাইল ফোনগুলির কোনোটা ৬১০০ এমএএইচ ব্যাটারি, সর্বোচ্চ ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তো কোনোটা আবার শক্তিশালী প্রসেসর, ডুয়েল ডিসপ্লে ডিজাইনের সাথে লঞ্চ হতে চলেছে। এছাড়াও প্রত্যেকটি হ্যান্ডসেটের ক্যামেরা সেটআপ দুর্দান্ত হবে বলে জানা গেছে।

জুন মাসের শেষ সপ্তাহে আসন্ন স্মার্টফোনের নাম

OnePlus Nord CE 4 :

OnePlus Nord CE 4 স্মার্টফোন ভারতে ২৪শে জুন লঞ্চ হতে চলেছে।

সংস্থার তরফ থেকে শেয়ার করা টিজার থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, আসন্ন এই মোবাইলটি Oppo K12x -এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির OLED ডিসপ্লে প্যানেল দেওয়া হতে পারে। ডিভাইসটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত হবে। আবার ফটোগ্রাফির জন্য ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা মিলবে। OnePlus Nord CE 4 ফোনে ৫,৫০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হতে পারে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Moto Razr 50 Series এবং Moto S50 Neo :

Motorola আগামী ২৫শে জুন বিশ্বব্যাপী তাদের নয়া স্মার্টফোন সিরিজ Moto Razr 50 লঞ্চ করতে চলেছে। এই লাইনআপের অধীনে মোট দুটি মডেল আসবে, যথা - Moto Razr 50 এবং Moto Razr 50 Ultra। এই সিরিজের পাশাপাশি সংস্থাটি Moto S50 Neo নামের একটি নতুন মোবাইল ফোনও লঞ্চ করবে একই দিনে।

Moto Razr 50 Ultra মডেলে ৬.৯ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে এবং ৪ ইঞ্চির কভার ডিসপ্লে দেওয়া হবে। অন্যদিকে, Moto Razr 50 ফোনে থাকবে ৬.৯ ইঞ্চির প্রাইমারি এবং ৩.৬ ইঞ্চির কভার টাচ প্যানেল। সিরিজের টপ-এন্ড ভ্যারিয়েন্টটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর দ্বারা চালিত হবে। আবার স্ট্যান্ডার্ড মডেলে ব্যবহার করা হতে পারে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩০০এক্স চিপসেট।

অন্যদিকে Moto S50 Neo স্মার্টফোন সম্ভবত - ৬.৬ ইঞ্চির OLED ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে।

OnePlus S3 Pro :

এই স্মার্টফোন আগামী ২৭শে জুন চীনে লঞ্চ হতে চলেছে।

সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, OnePlus S3 Pro ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ১.৫কে রেজোলিউশনের ৬.৭৮ ইঞ্চির OLED ডিসপ্লে থাকবে। ভালো পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি - ৫০ মেগাপিক্সেলের Sony LYT-800 প্রাইমারি রিয়ার ক্যামেরা, ২৪ জিবি র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ সহ আসবে বলে জানা গেছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য ৬,১০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হতে পারে, যা ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Vivo T3 Lite 5G :

Vivo T3 Lite 5G ফোনও আগামী ২৭শে জুন ভারতের বাজারে পা রাখবে।

রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটি মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর দ্বারা চালিত হবে। ফটো ও ভিডিওগ্রাফির জন্য এতে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হবে। আবার হ্যান্ডসেটের সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকবে হয়তো। এছাড়া দাবি করা হয়েছে, Vivo T3 Lite সংস্থার সবচেয়ে সস্তার ৫জি ফোন হিসেবে এদেশে আসবে।

Tags:    

Similar News