108MP ক্যামেরা ও 67W চার্জিং এর সঙ্গে নতুন স্মার্টফোন লঞ্চের জন্য রেডি করছে OnePlus

Update: 2023-05-11 04:00 GMT

ওয়ানপ্লাস তাদের Nord সিরিজের অধীনে বাজারে আনতে চলেছে একটি নতুন স্মার্টফোন, যার নাম OnePlus Nord N30 5G। মার্কিন যুক্তরাষ্ট্রের এফসিসি (FCC) সার্টিফিকেশন সাইটে এই ফোনটিকে দেখা গেছে, যা নির্দেশ করে যে ডিভাইসটি শীঘ্রই সেখানে লঞ্চ হতে পারে। এটি সম্প্রতি কানাডার আরইএল (REL) সার্টিফিকেশন ওয়েবসাইটেও উপস্থিত হয়েছিল। আসুন তাহলে এফসিসি লিস্টিং এবং অন্যান্য সূত্র থেকে এখনও পর্যন্ত আপকামিং OnePlus Nord N30 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

OnePlus Nord N30 5G পেল FCC-এর অনুমোদন

CPH2513 এবং CPH2515-এই দুই মডেল নম্বর সহ ওয়ানপ্লাস নর্ড এন৩০ ৫জি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এ তালিকাভুক্ত হয়েছে। ফোনের দুটি লিস্টিং নির্দেশ করে যে, এটি ডুয়েল সিম এবং সিঙ্গেল সিম ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। উভয়ই ব্লুটুথ, এনএফসি এবং ৫জি সংযোগে সাপোর্ট করবে।

এর পাশাপাশি সার্টিফিকেশন তালিকাটি নিশ্চিত করেছে যে, ওয়ানপ্লাস নর্ড এন৩০ ৫জি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক অক্সিজেন ওএস ১৩.১ (Oxygen OS 13.1) ইউজার ইন্টারফেসে চলবে। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটি শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

জানিয়ে রাখি, এফসিসি সার্টিফিকেশনের আগে ওয়ানপ্লাস নর্ড এন৩০ ৫জি গত মাসে গুগল প্লে কনসোল (Google Play Console)-এর ডেটাবেসেও দেখা গেছে। এই তালিকাটি প্রকাশ করেছে যে, ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই হ্যান্ডসেটটি ফুলএইচডি+ ডিসপ্লের সাথে আসবে এবং এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি র‍্যাম যুক্ত থাকবে।

এছাড়াও অন্যান্য রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে OnePlus Nord N30 5G ফোনটি Nord CE 3 Lite-এর রিব্র্যান্ডেড সংস্করণ হবে বলে আশা করা হচ্ছে। Nord CE 3 Lite-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৭ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। ডিভাইসটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপ দ্বারা চালিত।

ফটোগ্রাফির জন্য, এই ফোনের রিয়ার শেলে ১০৮ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা সহ ২ মেগাপিক্সেলের ডেপ্থ এবং ম্যাক্রো লেন্স বর্তমান৷ আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, OnePlus Nord CE 3 Lite-এ ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলে।

Tags:    

Similar News