চীনা মডেলের সঙ্গে মিল নেই, চেহারা পাল্টে ভারতে লঞ্চ হবে Oppo A3 Pro, ফাঁস ছবি
ওপ্পো তাদের A সিরিজের পরবর্তী স্মার্টফোন হিসেবে Oppo A3 Pro স্মার্টফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। তবে এটি গত এপ্রিলে চীনে লঞ্চ হওয়া সংস্করণের থেকে ভিন্ন হবে বলে আশা করা হচ্ছে। এখন এক টিপস্টার আসন্ন Oppo A3 Pro ভারতীয় ভ্যারিয়েন্টের একটি হ্যান্ড-অন ইমেজ শেয়ার করেছেন যা চীনা মডেলটির তুলনায় একটি ভিন্ন ডিজাইন প্রদর্শন করেছে। ভারতীয় মডেলটির স্পেসিফিকেশনও চীনা হ্যান্ডসেটের থেকে আলাদা হতে পারে। উল্লেখযোগ্যভাবে, চীনা Oppo A3 Pro ফোনকে ভারতে Oppo F27 Pro+ 5G হিসেবে লঞ্চ করা হবে বলে শোনা যাচ্ছে।
Oppo A3 Pro ইন্ডিয়া ভ্যারিয়েন্টের ডিজাইন এবং লঞ্চ টাইমলাইন (প্রত্যাশিত)
টিপস্টার সুধাংশুকে উদ্ধৃত করে ৯১মোবাইলস তাদের রিপোর্টে উল্লেখ করেছে যে, ওপ্পো এ৩ প্রো ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টটি তার চীনা সংস্করণের থেকে একটি ভিন্ন ফোন হবে। এ৩ প্রো হ্যান্ডসেটের ভারতীয় সংস্করণের একটি লাইভ ইমেজও ফাঁস হয়েছে। এই ফোনটিকে একটি গ্লসি ফিনিশ সহ পার্পল কালার অপশনে ফাঁস হওয়া হ্যান্ড-অন ছবিতে দেখা যাচ্ছে। ওপ্পো এ৩ প্রো ফোনের চীনা সংস্করণে থাকা বৃত্তাকার রিয়ার ক্যামেরা মডিউলের পরিবর্তে, ভারতীয় সংস্করণটি একটি সিলভার, আয়তক্ষেত্রাকার রিয়ার ক্যামেরা আইল্যান্ড সহ আসবে, যা দুটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশ ইউনিটের সমন্বয়ে গঠিত এবং এগুলিকে উল্লম্বভাবে সাজানো থাকবে। ডিভাইসটি ফ্ল্যাট, রাউন্ডেড এজ সহ আসবে।
তবে টিপস্টার ওপ্পো এ৩ প্রো এর ভারতীয় সংস্করণের কোনও লঞ্চ টাইমলাইনের ইঙ্গিত দেয়নি। তবে হ্যান্ডসেটটির শীঘ্রই এদেশে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটি সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড (BIS) সার্টিফিকেশন ওয়েবসাইটে দেখা গেছে।
Oppo A3 Pro ইন্ডিয়া ভ্যারিয়েন্টের স্পেসিফিকেশন (প্রত্যাশিত)
যেমন Oppo A3 Pro ফোনের ইন্ডিয়া সংস্করণের স্পেসিফিকেশনও আলাদা হবে বলে আশা করা যায়। যদিও টিপস্টার Oppo A3 Pro ভারতীয় ভ্যারিয়েন্টের কোনো স্পেসিফিকেশন প্রকাশ করেননি, তবে তিনি দাবি করেছেন যে ফোনটি Oppo A79 5G মডেলের উত্তরসূরি হবে, যা গত অক্টোবরে এদেশে লঞ্চ হয়েছিল। তাই প্রত্যাশিত হ্যান্ডসেটটি সম্ভবত আপগ্রেড করা স্পেসিফিকেশন এবং ফিচারের সাথে আসবে।
জানিয়ে রাখি, Oppo A79 5G ফোনে MediaTek Dimensity 6020 প্রসেসর এবং ৩৩ ওয়াট সুপারভুক (SuperVOOC) চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এটি ৬.৭২ ইঞ্চির ফুল-এইচডি+ এলসিডি স্ক্রিন এবং ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিটের পাশাপাশি একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সহ এসেছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালার ওএস ১৩.১ (ColorOS 13.1) কাস্টম স্কিনে রান করে। লঞ্চের সময় Oppo A79 5G হ্যান্ডসেটের একমাত্র ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ১৯,৯৯৯ টাকা।