সস্তায় ভরপুর পুষ্টি, Oppo A58 5G বাজেটের মধ্যে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল
আজ অর্থাৎ ৮ই নভেম্বর Oppo A58 5G আনুষ্ঠানিক ভাবে চীনের বাজারে লঞ্চ হল। নতুন এই বাজেট-রেঞ্জের 5G হ্যান্ডসেটের ফিচারে বিশেষ কোনো চমক নেই। তবে ডিভাইসটির ডিজাইনের নতুনত্ব লক্ষ্য করা যাবে। এক্ষেত্রে ফোনটি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন এবং ম্যাট ফিনিশিং রিয়ার প্যানেল সহ এসেছে। আর এতে রয়েছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি। চলুন সদ্য লঞ্চের মুখ দেখা Oppo A58 5G স্মার্টফোনের দাম ও ফিচার দেখে নেওয়া যাক।
ওপ্পো এ৫৮ ৫জি -এর স্পেসিফিকেশন (Oppo A58 5G Specifications)
ওপ্পো এ৫৮ ৫জি ফ্ল্যাট ফ্রেম ডিজাইন সহ এসেছে। মডেলটির ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ স্টাইল উপস্থিত এবং এতে LED ফ্ল্যাশ সহ দুটি বড় গোলাকৃতির ক্যামেরা হাউজিং রয়েছে। এই হ্যান্ডসেটের সামনে ৬.৫৬-ইঞ্চির এইচডি প্লাস (১৬১২x৭২০ পিক্সেল) LCD ডিউ-ড্রপ নচ ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে, যা ২৬৯ পিপিআই পিক্সেল ডেনসিটি, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৬০০ নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২.১ (ColorOS 12.1) কাস্টম স্কিনে রান করে। আর স্টোরেজ হিসাবে এই ডিভাইসে ৮ জিবি LPDDR4x র্যাম এবং ২৫৬ জিবি UFS 2.2 রম পাওয়া যাবে।
ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, ওপ্পো এ৫৮ ৫জি ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল - ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ শুটার। আর ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি স্ন্যাপার দেওয়া হয়েছে।
ফোনটির অন্যান্য ফিচারের কথা বললে, এতে দুর্দান্ত অডিওর জন্য ডুয়াল স্টেরিও স্পিকার এবং নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। ফোনটি একাধিক কানেক্টিভিটি বিকল্পের সাথে এসেছে, যথা - ডুয়াল সিম স্লট, ৫জি, ডুয়াল-ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.৩, GNSS, মাইক্রোএসডি কার্ড স্লট, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক৷ পাওয়ার ব্যাকআপের জন্য ডিভাইসটিতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট ওয়্যারড চার্জিং সমর্থন করে।
ওপ্পো এ৫৮ ৫জি -এর দাম (Oppo A58 5G Price)
ওপ্পো এ৫৮ ৫জি স্মার্টফোনকে চীনের বাজারে ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে, যার দাম ১,৬৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ১৯,১০০ টাকা) ধার্য করা হয়েছে। এটি মোট তিনটি ভিন্ন কালার অপশনে এসেছে, যথা - ট্রানকুইল সি ব্লু, স্টার ব্ল্যাক এবং ব্রীজ পার্পল।
ওপ্পো এই নয়া হ্যান্ডসেটটিকে তাদের হোম-মার্কেটে আজ থেকে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ করেছে এবং ১০ই নভেম্বর এর প্রথম সেল অনুষ্ঠিত হবে৷ আপাতত এটি চীনে উপলব্ধ। তবে ভারত সহ বিশ্ববাজারে এর লভ্যতা সংক্রান্ত কোনো তথ্য এখনো প্রকাশ্যে আনেনি সংস্থা।