দাম কমল Oppo-র এই 5G ফোনের: ডিজাইন মন মুগ্ধকর, ফ্রন্ট-রিয়ার দুই ক্যামেরাতেই উঠবে সুন্দর ছবি

Update: 2024-02-22 02:01 GMT

Oppo F23 Price Reduced: ইতিমধ্যেই নিশ্চিত হয়েছে যে, আগামী সপ্তাহে ভারতে পা রাখতে চলেছে আরও একটি নতুন স্মার্টফোন Oppo F25 Pro। এমতাবস্থায় বাজারের চিরাচরিত অভ্যেস বজায় রেখে নতুন লঞ্চের আগে চীনা স্মার্টফোন ব্র্যান্ড Oppo, আগে লঞ্চ হওয়া Oppo F23 স্মার্টফোনের দাম কমিয়ে বসল। এই ফোনটির দাম বাজার চলতি মূল্যের চেয়ে ২,০০০ টাকা কমানো হয়েছে – যাতে MRP-তে সরাসরি ৬ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। এদিকে Oppo F23 স্মার্টফোনটিতে 5G কানেক্টিভিটির সাথে বিশাল ব্যাটারি, স্টোরেজ এবং নজরকাড়া ডিজাইন দেখা যাবে। আসুন, এক নজরে দেখে নিই Oppo F23 5G-এর নতুন দাম এবং মূল স্পেসিফিকেশন।

মাত্র ২ হাজার টাকা দাম কমতেই ব্যাপক সস্তা হয়ে গেছে Oppo F23 5G!

ওপ্পো এফ২৩ ৫জি স্মার্টফোনের ডিভাইসের ৮ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এমআরপি এমনিতে ২৮,৯৯৯ টাকা, যদিও এটি সাধারণত ২৪,৯৯৯ টাকার লঞ্চ প্রাইসে বিক্রি হতো। কিন্তু এখন ২,০০০ টাকা দাম কমায় ফোনটি কিনতে গেলে খরচ হবে ২২,৯৯৯ টাকা। এক্ষেত্রে এতে ব্যাঙ্ক অফার হিসেবে ২,৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

আবার পুরোনো ফোন বদলে নিয়ে এই ওপ্পো মডেলটি কিনলেও লাভ, কারণ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ৩২,৫০০ টাকা পর্যন্ত এবং অ্যামাজন ইন্ডিয়ায় এটি ২১,৮৪৯ টাকার এক্সচেঞ্জ অফারে উপলব্ধ। তবে এই ছাড়ের অঙ্ক নির্ভর করবে যে ফোন এক্সচেঞ্জ করছেন তার বর্তমান অবস্থা, ব্র্যান্ড, মডেল ইত্যাদির ওপর।

Oppo F23 5G-এর স্পেসিফিকেশন

মিড রেঞ্জের ওপ্পো এফ২৩ ৫জি স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭২ ইঞ্চি ফুল-এইচডি+ (রেজোলিউশন ১০৮০×২৪০০ পিক্সেল) আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এই ফোনে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, যেখানে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা পাওয়া যাবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সমেত ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। তাছাড়াও ফটোগ্রাফির জন্য এই ফোনে পেয়ে যাবেন ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাও।

Tags:    

Similar News