13 জুন মহা ধামাকা, আসছে ভারতের প্রথম IP69 রেটিং যুক্ত স্মার্টফোন Oppo F27 Pro+
ওপ্পো শীঘ্রই তাদের F সিরিজে অন্তর্ভুক্ত মিড-রেঞ্জের Oppo F27 Pro+ স্মার্টফোনটি বাজারে আনার প্রস্তুতি শুরু করেছে। শোনা যাচ্ছে এটি ভারতের বাজারে লঞ্চ হবে৷ তবে এখন আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করার আগেই Oppo F27 Pro+ ফোনটির একটি আনবক্সিং এবং হ্যান্ডস-অন ভিডিও ইন্টারনেটে ফাঁস হয়েছে, যা এর প্রধান স্পেসিফিকেশনগুলি প্রকাশ্যে এনেছে। তাহলে আসুন এগুলি দেখে নেওয়া যাক।
ফাঁস হল Oppo F27 Pro+ ফোনের আনবক্সিং ভিডিও
সুপরিচিত টিপস্টার সুধাংশু আম্ভোরে তার এক্স (আগে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেল থেকে আসন্ন ওপ্পো এফ২৭ প্রো প্লাস ফোনের আনবক্সিং ভিডিওটি শেয়ার করেছেন। এই ভিডিওতে আসন্ন এফ সিরিজের ফোনটির রিটেইল বক্সটিকে দেখা গেছে। ৮০ ওয়াট চার্জিং ব্রিক এবং চার্জিং কেবলের সাথে আসা নতুন ফোনটিকে আনবক্স করা হয়। স্মার্টফোনটির পিছনে ভিগান লেদারের ফিনিশের পাশাপাশি একটি বড় বৃত্তাকার ক্যামেরা মডিউল দেখা গেছে। অন্যদিকে, ফোনের সামনে একটি কার্ভড ডিসপ্লে রয়েছে। টিপস্টার এই ডিভাইসটির মূল বৈশিষ্ট্যগুলিও প্রকাশ করেছেন। ফোনটি ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ লম্বা ৬.৭ ইঞ্চির
কার্ভড অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে।
কর্মক্ষমতার ক্ষেত্রে, ওপ্পো এফ২৭ প্রো প্লাস ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ প্রসেসরটি ব্যবহৃত হবে বলে আশা করা হচ্ছে, যা এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ইউএফএস ৩.১ ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত থাকবে। ফটোগ্রাফির জন্য, ফোনটির পিছনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর উপস্থিত থাকতে পারে। আর ফোনের সামনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য, ওপ্পো এফ২৭ প্রো প্লাস বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ৬৭ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করবে৷
সফ্টওয়্যারের ক্ষেত্রে, Oppo F27 Pro+ মডেলটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক কালারওএস (ColorOS) কাস্টম স্কিনে চলবে। এই ডিভাইসের একটি উল্লেখযোগ্য দিক হল যে, এটি আইপি৬৯ (IP69) জল এবং ধুলো প্রতিরোধী রেটিং সহ ভারতে লঞ্চ হওয়া প্রথম স্মার্টফোন হবে বলে শোনা যাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে, ওপ্পোর এই হ্যান্ডসেটটিকে গিকবেঞ্চ (GeekBench) এবং ক্যামেরা এফভি-৫ (Camera FV-5) ডেটাবেসে দেখা গেছে। এই লিস্টিংগুলি প্রকাশ করেছে যে, ৮ জিবি র্যাম সহ Oppo F27 Pro+ ফোনের অন্তত একটি ভ্যারিয়েন্ট আছে। ফোনটির সামনে একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং পিছনে ইলেকট্রনিক্স ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা উপস্থিত থাকবে।