মুড়ি মুড়কির মতো বিক্রি হল Oppo -র নতুন ফোন, এক সপ্তাহের মধ্যে বিক্রি সমস্ত ইউনিট
চলতি মাসের প্রথমার্ধে Oppo ভারতের বাজারে Find N2 Flip নামের একটি নয়া ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছিল। এর কিছুদিন পরে অর্থাৎ গত ১৭ই মার্চ আলোচ্য ভাঁজযোগ্য ডিভাইসটিকে ই-কমার্স সাইট Flipkart -এর মাধ্যমে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হয়। আর আজ অর্থাৎ সেল শুরুর ৭ দিনের মাথায় এসে আমরা জানতে পেরেছি যে, মাত্র এক সপ্তাহের মধ্যেই প্রিমিয়াম সেগমেন্টের অধীনে আসা এই ফোল্ডেবল স্মার্টফোনটির সমস্ত ইউনিট Flipkart -এর মাধ্যমে বিক্রি হয়ে গেছে, যা সত্যিই আশ্চর্যের। আসলে এতো দিন আমরা জানতাম, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার ভারতে বাজেট-রেঞ্জ বা মিড-রেঞ্জ স্মার্টফোনের চাহিদা সর্বাধিক। কিন্তু Oppo Find N2 Flip ফোল্ডেবল স্মার্টফোনের 'আউট অফ স্টক' হওয়ার খবর ভারতীয় ইলেক্ট্রনিক্স বাজারের পুরো সমীকরণই পাল্টে দিল।
প্রসঙ্গত, ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ (Oppo Find N2 Flip) স্মার্টফোনের ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৯,৯৯৯ টাকা রাখা হয়েছে এদেশে। এরপরও ফোনটির 'আউট অফ স্টক' হয়ে যাওয়া সবাইকে অবাক করে দিয়েছে। এক্ষেত্রে সম্ভাবনা আছে যে, ওপ্পো তাদের এই লেটেস্ট ফোল্ডেবল স্মার্টফোনের সীমিত ইউনিট ভারতে বিক্রির জন্য উপলব্ধ করেছিল। আর তাই জন্যই এতো তাড়াতাড়ি সমস্ত ইউনিট বিক্রি হয়ে গেছে। যদিও, ওপ্পো যতক্ষণ না ভারতীয় বাজারের জন্য বরাদ্দ ফাইন্ড এন২ ফ্লিপ স্মার্টফোনের মোট ইউনিটের সংখ্যা জানাচ্ছে ততক্ষন এবিষয়ে কিছু অনুমান করা সঠিক নয়।
যাইহোক, Oppo Find N2 Flip স্মার্টফোনের 'আউট অফ স্টক' হয়ে যাওয়ার খবর শুনে একদমই নিরাশ হবেন না। ওপ্পোর এই নতুন প্রিমিয়াম ফোল্ডেবল স্মার্টফোন রি-স্টক হওয়ার পর পুনরায় ফ্লিপকার্ট থেকে কেনার সুযোগ পেয়ে যাবেন আপনারা। চলুন 'ঝড়ের গতিতে' ডিভাইসটির বিক্রি হওয়ার রহস্য জেনে নেওয়া যাক, অর্থাৎ ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ -এর ফিচার ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।
Oppo Find N2 Flip -এর স্পেসিফিকেশন
ক্ল্যামশেল ডিজাইনের সাথে আসা ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ ফোনে ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস E6 AMOLED প্রাইমারি ডিসপ্লে রয়েছে, যা ১-১২০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, DCI P3 কালার গ্যামেট এবং HDR10+ প্রযুক্তি সমর্থন করে। আর সেকেন্ডারি প্যানেলটির সাইজ ৩.২৬-ইঞ্চি। এটি হল একটি OLED ডিসপ্লে, যা ৭২০ পিক্সেল রেজোলিউশন এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। পারফরম্যান্সের জন্য এই ফোল্ডেবল ফোনে ব্যবহার করা হয়েছ – মালি জি৭১০ এমসি১০ জিপিইউ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০+ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কালারওএস ১৩ কাস্টম স্কিন দ্বারা চালিত।
ফটো ও ভিডিওগ্রাফির কথা বললে, Oppo Find N2 Flip মডেলে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি Sony IMX890 ওয়াইড-অ্যাঙ্গেল সেন্সর এবং হ্যাসেলব্লাড (Hasselblad) ব্র্যান্ডিং সমর্থিত ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। প্রাইমারি ডিসপ্লের উপরি ভাগে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি শুটার বিদ্যমান রয়েছে। উন্নত ক্যামেরা পারফরম্যান্সের জন্য এই ডিভাইসে মারিসিলিকন এক্স (MariSilicon X) ব্যবহার করা হয়েছে। আবার পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে ৪৪ ওয়াট সুপারভোক ফ্ল্যাশ ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৩০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটির জন্য এই ৫জি মডেলে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে। ওপ্পো ফাইন্ড এন২ ফ্লিপ স্মার্টফোনের পরিমাপ ১৬৬.২×৭৫.২×৭.৪৫ মিমি এবং ওজন ১৯১ গ্রাম। এটি অ্যাস্ট্র্যাল ব্ল্যাক ও মুনলিট পার্পেল কালার অপশনে এসেছে।