Oppo K10x বাজেটের মধ্যে অফার করবে ১২ জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর, দেখা গেল Geekbench-এ

Update: 2022-09-15 05:08 GMT

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ওপ্পো তাদের K-সিরিজে আরও একটি নতুন হ্যান্ডসেট যোগ করার পরিকল্পনা করছে। আগামী ১৬ সেপ্টেম্বর চীনা মার্কেটে এই ডিভাইসটি Oppo K10x নামে লঞ্চ করা হবে বলেও জানা গেছে। ব্র্যান্ডটি ইতিমধ্যেই এই ফোনের লঞ্চের জন্য প্রোমোশনাল টিজার প্রকাশ করতে শুরু করেছে, যা Oppo K10x-এর ডিজাইন এবং কিছু মূল স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিত করেছে। আর এখন আসন্ন লঞ্চের আগে, এই নয়া ওপ্পো স্মার্টফোনটিকে বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চ (Geekbench)-এ খুঁজে পাওয়া গেছে, আর সাইটের তালিকাটি Oppo K10x-এর প্রসেসর, র‍্যাম ক্যাপাসিটি এবং অপারেটিং সিস্টেম সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এনেছে। চলুন এই বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Oppo K10x-কে দেখা গেল Geekbench ডেটাবেসে

PGGM10 মডেল নম্বর সহ ওপ্পো কে১০এক্স ফোনটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং সাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি প্রকাশ করেছে যে, নয়া ওপ্পো ডিভাইসটি ১.৮ গিগাহার্টজ বেস ক্লক স্পিড এবং ২.২ গিগাহার্টজ সর্বোচ্চ ক্লক স্পিড সহ একটি অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত হবে। এই চিপসেটে গ্রাফিক্সের জন্য অ্যাড্রেনো ৬১৯ (Adreno 619) জিপিইউ যুক্ত রয়েছে। আর তালিকায় উল্লেখিত তথ্যগুলি থেকে স্পষ্ট যে, এটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট।

এছাড়াও গিকবেঞ্চ তালিকাটি থেকে জানা গেছে যে, ওপ্পো কে১০এক্স ১২ জিবি র‍্যাম সহ আসবে। তবে, অন্যান্য র‍্যাম এবং স্টোরেজ অপশনগুলিতেও ফোনটি উপলব্ধ হতে পারে। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ডিভাইসটি গিকবেঞ্চ ৪ (Geekbench 4)-এর সিঙ্গেল-কোর টেস্টে ৩,২৩১ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ৮,১২০ পয়েন্ট স্কোর করেছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে। এগুলি ছাড়া তালিকাটি আর কোনও তথ্য প্রকাশ করেনি। তবে, বিভিন্ন রিপোর্ট ও সার্টিফিকেশন সাইটের লিস্টিং থেকে ওপ্পো কে১০এক্স-এর কিছু প্রধান স্পেসিফিকেশন সামনে এসেছে।

ওপ্পো কে১০এক্স-এর সম্ভাব্য স্পেসিফিকেশন - Oppo K10x Expected Specifications

ওপ্পো কে১০এক্স-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ এলসিডি প্যানেল থাকবে, যার ওপরের বাঁদিকে সেলফি ক্যামেরার জন্য একটি পাঞ্চ-হোল কাটআউট অবস্থান করবে। আবার এই নয়া ওপ্পো ফোনটি চীনের টেনা (TENAA) সার্টিফিকেশন সাইটেরও অনুমোদন লাভ করেছে। এর তালিকা অনুসারে, ডিভাইসটি ৬.৫৯ ইঞ্চির ফুল-এইচডি+ ডিসপ্লের সাথে বাজারে আসবে।

পারফরম্যান্সের জন্য, Oppo K10x কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ডিভাইসটি সম্ভবত অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস (ColorOS) কাস্টম স্কিনে রান করবে।

সবশেষে, ফটোগ্রাফির জন্য Oppo K10x-এর ব্যাক প্যানেলে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ অবস্থান করবে, যার মধ্যে প্রধান ক্যামেরার সাথে আরও দুটি ২ মেগাপিক্সেলের লেন্স উপস্থিত থাকবে বলে মনে করা হচ্ছে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য, ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেখা যেতে পারে।

Tags:    

Similar News