বেশিদিন ধরে ব্যবহার করা যাবে Oppo ফোন, আসবে চারটি বড় অ্যান্ড্রয়েড আপডেট
OnePlus গত মাসে জানিয়েছিল যে, ২০২৩ সাল থেকে লঞ্চ হতে চলা বেশ কিছু ফ্ল্যাগশিপ ফোন ৪টি বড় অ্যান্ড্রয়েড ও ৫ বছরের সিকিউরিটি আপডেট পাবে। এখন OnePlus এর প্যারেন্ট কোম্পানি Oppo-ও একই ধরনের ঘোষণা করল। এমন কিছু যদিও আমরা আশাই করছিলাম। কারণ OnePlus এখন তাদের হ্যান্ডসেটে Oppo-র ColorOS সফটওয়্যার ব্যবহার করে।
একটি প্রেস রিলিজে Oppo আজ জানিয়েছে, ২০২৩ সাল থেকে তাদের ফ্লেক্সি ফোনগুলি ৪টি অ্যান্ড্রয়েড আপডেট পাবে। পাশাপাশি ডিভাইসগুলির জন্য ৫ বছর ধরে সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
জানিয়ে রাখি, এতদিন ওপ্পো-র প্রিমিয়াম হ্যান্ডসেটগুলি ৩টি অ্যান্ড্রয়েড এবং ৪ বছর ধরে সিকিউরিটি আপডেট পেত। তবে নতুন আপডেট পলিসি ওয়ানপ্লাস এর মতো করা হয়েছে। যেখানে ব্যবহারকারীরা আরও বেশিদিন ধরে তাদের ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা লাভ করবে।
উল্লেখ্য, Oppo ও OnePlus ছাড়াও Samsung তাদের প্রিমিয়াম ফোনের জন্য একই সফটওয়্যার আপডেট পলিসি নিয়ে এসেছে। এরফলে এই তিনটি ব্র্যান্ড দীর্ঘদিন সফটওয়্যার আপডেট দেওয়ার ক্ষেত্রে Google সহ অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন নির্মাতাদের পিছনে ফেলেছে।