ইনক্রেডিবল ক্যামেরায় বাজিমাত করতে আসছে Oppo-র নতুন ফোন, ডিজাইনও খুব পছন্দ হবে

Update: 2023-05-10 08:26 GMT

ওপ্পো (Oppo) তাদের জনপ্রিয় প্রিমিয়াম-মিডরেঞ্জ Reno সিরিজের নতুন মডেল লঞ্চ করার জন্য চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি নিচ্ছে। আসন্ন Reno 10 সিরিজে একাধিক স্মার্টফোন অন্তর্ভুক্ত থাকবে এবং Oppo Reno 10 Pro+ মডেলটি সবচেয়ে অত্যাধুনিক হবে। সম্প্রতি এই হ্যান্ডসেটের কিছু হ্যান্ডস-অন ছবি প্রকাশ্যে এসেছে। আর এখন, Reno 10 Pro+ মডেলটি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা এর কিছু মূল বৈশিষ্ট্য প্রকাশ করেছে। আসুন এগুলি দেখে নেওয়া যাক।

Oppo Reno 10 Pro+ 5G-কে দেখা গেল Geekbench প্ল্যাটফর্মে

PHU110 মডেল নম্বর সহ ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ৫জি গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এই তালিকাটি প্রকাশ করেছে যে, ফোনটি "ট্যারো" (taro) কোডনেমের একটি প্রসেসর দ্বারা চালিত হবে, যার সর্বোচ্চ ক্লক স্পিড ৩.০ গিগাহার্টজ। এটি আসলে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরের কোডনেম। এই চিপসেটে ২.৫ গিগাহার্টজ ক্লক স্পিড সহ তিনটি পারফরম্যান্স কোর এবং ১.৮ গিগাহার্টজ ক্লক স্পিড সহ চারটি এফিসিয়েন্সি কোর রয়েছে।

গ্রাফিক্সের জন্য, প্রসেসরটির সঙ্গে অ্যাড্রেনো ৭৩০ জিপিইউ যুক্ত থাকবে। গিকবেঞ্চ লিস্টিং অনুযায়ী, ডিভাইসটিতে ১৬ জিবি র‍্যাম থাকবে। তবে লঞ্চের সময় ১২ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টও বাজারে আসতে পারে। ওপ্পো রেনো ১০ প্রো প্লাস ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ অফার করতে পারে।

এছাড়াও, তালিকাটি প্রকাশ করেছে যে, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলবে এবং এর ওপরে কালারওএস ১৩ (ColorOS 13) ইন্টারফেস থাকবহ। বেঞ্চমার্ক ফলাফলের ক্ষেত্রে, ওপ্পো রেনো ১০ প্রো প্লাস সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ১,২৭১ এবং ৩,৯৩০ পয়েন্ট অর্জন করেছে।

উল্লেখযোগ্যভাবে, লিডিং স্মার্টফোন ব্র্যান্ডগুলি তাদের প্রিমিয়াম মিড-রেঞ্জ মডেলের জন্য বেশিরভাগ ক্ষেত্রেই স্ন্যাপড্রাগন ৮প্লাস জেন ১ প্রসেসর ব্যবহার করছে। তাই এটা খুবই আশ্চর্যজনক যে, ওপ্পো তাদের আসন্ন ডিভাইসের জন্য পুরোনো স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ব্যবহার করার পরিকল্পনা করছে, যা অতিরিক্ত হিটিং ইস্যুর জন্য সমালোচিত হয়েছে। তবে, যেহেতু এখনও এটি সম্পর্কে কোম্পানির তরফে কিছু নিশ্চিত করা হয়নি, তাই এই তথ্যটি কতটা সত্য, তা সময়ই বলতে পারবে।

Oppo Reno 10 Pro+ 5G-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

বহু প্রতীক্ষিত Oppo Reno 10 Pro+ 5G সম্পর্কিত সাম্প্রতিক রিপোর্টগুলি থেকে জানা গেছে যে, এটিতে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড সেন্সর এবং একটি ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো লেন্স সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে৷ এর টেলিফটো লেন্স প্রযুক্তিটি অবিশ্বাস্য লো-লাইট পারফরম্যান্স প্রদান করতে সক্ষম হবে। আর সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেন্সর অবস্থান করবে। স্মার্টফোনের ফ্রেমটি সম্ভবত ধাতু দিয়ে তৈরি করা হবে।

এছাড়া, চীনা কম্পালসারি সার্টিফিকেশন (3C) প্ল্যাটফর্মের তালিকা অনুসারে, Reno 10 Pro+ 5G-তে ১০০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। এতে একটি কেন্দ্রীভূত পাঞ্চ হোল, ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ১.৫কে (1.5K) স্ক্রিন রেজোলিউশন সহ ৬.৭৪ ইঞ্চির ওলেড (OLED) স্ক্রিন থাকতে পারে। এই সমস্ত বৈশিষ্ট্যগুলির সাথে, Oppo Reno 10 Pro+ 5G লঞ্চের পর মিড-রেঞ্জ ক্রেতাদের জন্য একটি অত্যন্ত আকর্ষণীয় স্মার্টফোন হবে বলে আশা করা যায়।

Tags:    

Similar News