লঞ্চের কয়েক ঘন্টা আগেই দাম ফাঁস, Oppo Reno 10 সিরিজের MRP কত হবে জেনে নিন

Update: 2023-07-06 05:15 GMT

ওপ্পো (Oppo) আজ, অর্থাৎ ৬ জুলাই মালয়েশিয়ায় তাদের Reno 10 সিরিজ লঞ্চ করতে চলেছে৷ ভারতে এই লাইনআপের স্মার্টফোনগুলি Enco Air 3 Pro TWS ইয়ারফোনের সাথে আগামী ১০ জুলাই লঞ্চ হবে। তার আগে, ব্র্যান্ড ইতিমধ্যেই Reno 10 সিরিজের কিছু স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য প্রকাশ করেছে। এবার ভারতে এই ডিভাইসগুলির মূল্য কত হবে, তাও প্রকাশ্যে এসেছে।

ফাঁস হল Oppo Reno 10 সিরিজ ও Enco Air 3 Pro-এর দাম

ওপ্পো রেনো ১০ সিরিজের অধীনে স্ট্যান্ডার্ড রেনো ১০, রেনো ১০ প্রো এবং রেনো ১০ প্রো প্লাস-এই তিনটি মডেল বাজারে আসবে বলে নিশ্চিত করা হয়েছে। তিনটি স্মার্টফোন এবং ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোনের রিটেইল বক্সে মুদ্রিত দাম অর্থাৎ এগুলি সর্বোচ্চ খুচরো মূল্য (MRP) ফাঁস করেছেন টিপস্টার মুকুল শর্মা। তার দেওয়া তথ্য অনুযায়ী, ওপ্পো রেনো ১০-এর দাম ৩৮,৯৯৯ টাকা হবে, যেখানে রেনো ১০ প্রো এবং রেনো ১০ প্রো প্লাস-এর দাম হবে যথাক্রমে ৪৪,৯৯৯ টাকা এবং ৫৯,৯৯৯ টাকা। তবে মনে রাখবেন, এগুলি রিটেইল বক্সের দাম, তাই হ্যান্ডসেটগুলির চূড়ান্ত বিক্রয় মূল্য কিছুটা আলাদা হতে পারে। এছাড়া, এই দামগুলি ফোন তিনটির বেস মেমরি কনফিগারেশনের বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, ওপ্পো এনকো এয়ার ৩ প্রো-এর বক্স মূল্য ৭,৯৯৯ টাকা হবে বলে জানা গেছে।

https://twitter.com/stufflistings/status/1676509568711503873?s=19

জানিয়ে রাখি, আসন্ন Oppo Reno 10 সিরিজ একটি ৩ডি (3D) কার্ভড স্ক্রিনের সাথে একটি কেন্দ্রীভূত পাঞ্চ-হোল কাটআউট সহ আসবে বলে নিশ্চিত করা হয়েছে। ফোনগুলির রিয়ার প্যানেলে পিল-আকৃতির ক্যামেরা মডিউল দেখা যাবে। টপ-এন্ড Pro+ ভ্যারিয়েন্টের ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স, ওআইএস সহ ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স৮৯০ প্রাইমারি সেন্সর, একটি তৃতীয় ক্যামেরা ইউনিট এবং মারিসিলিকন এক্স (MariSilicon X) ইমেজিং চিপ অন্তর্ভুক্ত থাকবে৷

অন্যদিকে, স্ট্যান্ডার্ড এবং প্রো ভ্যারিয়েন্টগুলি পেরিস্কোপ ক্যামেরার পরিবর্তে একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্সের সাথে যুক্ত থাকবে। ব্র্যান্ডের ওয়েবসাইটে প্রকাশিত প্রোডাক্ট লিস্টিং অনুযায়ী, Oppo Reno 10 Pro মডেল দুটি ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি র‍্যাম এবং স্টোরেজ কনফিগারেশনে আসবে, যেখানে স্ট্যান্ডার্ড মডেলটি ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পে পাওয়া যাবে।

Tags:    

Similar News