রূপে-গুণে দুর্ধর্ষ, ক্যামেরার উপর গুরুত্ব দিয়ে লা-জবাব স্মার্টফোন লঞ্চ করল Oppo
গত নভেম্বরে চীনে লঞ্চের পর, ওপ্পো ধীরে ধীরে Oppo Reno 11 সিরিজের স্মার্টফোনগুলিকে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে দিতে শুরু করেছে। ভারতে আসার আগে এবার ভিয়েতনামের বাজারে স্ট্যান্ডার্ড Oppo Reno 11 5G এবং Reno 11 Pro 5G - এই দুই মডেল সমন্বিত Oppo Reno 11 লাইনআপটি আত্মপ্রকাশ করেছে। এই স্মার্টফোনগুলি কার্ভড-এজ ওলেড (OLED) ডিসপ্লে, MediaTek Dimensity চিপসেট, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ এবং ৮০ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট সহ উল্লেখযোগ্য বৈশিষ্ট্য অফার করে। চলুন ফোন দু'টির দাম সহ খুঁটিনাটি জেনে নেওয়া যাক।
Oppo Reno 11 5G এবং Oppo Reno 11 Pro 5G স্পেসিফিকেশন এবং ফিচার
প্রথমেই জানাই, ওপ্পো রেনো ১১ ৫জি-এর গ্লোবাল মডেলটি একটি সম্পূর্ণ নতুন ফোন, যেখানে গ্লোবাল ওপ্পো রেনো ১১ প্রো ৫জি মডেলটি হল নভেম্বরে চীনে লঞ্চ হওয়া স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ১১ ৫জি-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ। দুই মডেলেই ৬.৭ ইঞ্চি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে, যা ১,০৮০ x ২,৪১২ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ১০-বিট কালার, ৩৯৪ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১০০ শতাংশ ডিসিআই-পি৩ কালার গ্যামট, এইচডিআর১০+ সাপোর্ট এবং এজিসি ডিটি-স্টার২ ডিসপ্লে প্রোটেকশন অফার করে।
ক্যামেরার ক্ষেত্রে, ওপ্পো রেনো ১১ ৫জি এবং রেনো ১১ প্রো ৫জি - উভয় স্মার্টফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং অটোফোকাস সাপোর্ট সহ একটি ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে। আর উভয় ফোনের সামনেই ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বিদ্যমান। তবে, রেনো ১১ প্রো-এর সেলফি ক্যামেরায় অটোফোকাস সাপোর্ট রয়েছে।
পারফরম্যান্সের ক্ষেত্রে, Oppo Reno 11 5G-তে রয়েছে MediaTek Dimensity 7050 চিপসেট, যা এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত। আর পাওয়ার ব্যাকআপের জন্য, ফোনটিতে ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে, Reno 11 Pro 5G ফোনটি Dimensity 8200 চিপসেট দ্বারা চালিত, যার সাথে এলপিডিডিআর৫ র্যাম এবং ইউএফএস ৩.১ স্টোরেজ যুক্ত রয়েছে। এই হ্যান্ডসেটটি ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে।
এছাড়া, Reno 11 সিরিজ অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করে, যার ওপর কালারওএস ১৩.২ (ColorOS 13.2) সফ্টওয়্যার স্কিনের স্তর রয়েছে। উভয় ডিভাইসই ডুয়েল সিম, 5G সংযোগ, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, জিপিএস, নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC), একটি ইউএসবি-সি পোর্ট, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ইন-ডিসপ্লে অফার করে। Pro মডেলটিতে আইআর (IR) ব্লাস্টার অন্তর্ভুক্ত রয়েছে।
Oppo Reno 11 5G এবং Oppo Reno 11 Pro 5G-এর দাম ও লভ্যতা
ভিয়েতনামে Oppo Reno 11 5G-এর একমাত্র ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১,০৯,৯০,০০০ ভিয়েতনামী ডং (প্রায় ৩৭,৫১৫ টাকা)। এটি ব্লু ওশান ওয়েভস এবং কোরাল গ্রে - এই দুই কালার অপশনে মিলবে। অন্যদিকে, Reno 11 Pro 5G শুধুমাত্র ১২ জিবি র্যাম + ৫১২ জিবি স্টোরেজে পাওয়া যাচ্ছে। দাম ১,৬৯,৯০,০০০ ভিয়েতনামী ডং (প্রায় ৫৮,০০০ টাকা)। এটি পার্ল হোয়াইট এবং কোরাল গ্রে- এই দুই কালার অপশনে কেনা যাবে। চলতি সপ্তাহের শেষের দিকে, Reno 11 সিরিজটি মালয়েশিয়া এবং ভারতেও আত্মপ্রকাশ করতে চলেছে। কোম্পানি ইতিমধ্যেই ঘোষণা করেছে যে এদেশে স্মার্টফোনগুলি আগামী ১২ জানুয়ারি লঞ্চ হবে।