Nothing Phone এর এই ফিচার নিয়ে Oppo Reno 9 এন্ট্রি নিচ্ছে, লঞ্চের পূর্বে প্রকাশ্যে আরও তথ্য

Update: 2022-11-09 12:03 GMT

ওপ্পো Oppo Reno 9 সিরিজটি আগামী মাসে অর্থাৎ ডিসেম্বরেই বাজারে পা রাখতে চলেছে৷ কোম্পানিটি তাদের নতুন Reno সিরিজের ডিভাইসগুলি প্রাথমিকভাবে চীনে লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে, তারপরে লাইনআপটি অন্যান্য বাজারেও পা রাখবে৷ আসন্ন সিরিজে Reno 9, Reno 9 Pro এবং Reno 9 Pro+ এই তিনটি ডিভাইস অন্তর্ভুক্ত থাকতে পারে। যদিও, কোম্পানির তরফে এই আপকামিং সিরিজটির লঞ্চ সম্পর্কে কিছু নিশ্চিত করা হয়নি। তবে এখন আসন্ন Oppo Reno 9 হ্যান্ডসেটটিকে ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) ওয়েবসাইটে স্পট করা গেছে। সাইটের তালিকাটি আসন্ন ওপ্পো স্মার্টফোনটির সম্পর্কে কিছু মূল বিবরণ প্রকাশ করেছে। আসুন এখনও পর্যন্ত Oppo Reno 9 সম্পর্কে যা যা তথ্য সামনে এল, জেনে নেওয়া যাক।

Oppo Reno 9-কে দেখা গেল Bluetooth SIG ডেটাবেসে

চীনে আনুষ্ঠানিকভাবে লঞ্চের আগে, PHM110 মডেল নম্বর সহ স্ট্যান্ডার্ড ওপ্পো রেনো ৯ ফোনটি ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG) ওয়েবসাইটে তালিকাভুক্ত হয়েছে। এর তালিকাটি প্রকাশ করেছে যে, ওপ্পো রেনো ৯ ব্লুটুথ ৫.২ সাপোর্ট সহ আসবে। যদিও, এই তথ্যটি ছাড়া তালিকায় নতুন ওপ্পো হ্যান্ডসেটটির বিষয়ে আর কোনও বিবরণ উল্লেখ করা হয়নি। তবে, ইতিমধ্যেই বিভিন্ন রিপোর্ট এবং সূত্র মারফৎ, ওপ্পো রেনো ৯-এর স্পেসিফিকেশন সম্পর্কিত একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। ডিভাইসটি স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্লাস প্রসেসর দ্বারা চালিত হবে বলে জানা গেছে। এই একই চিপসেট ভারতে মোটো এজ ৩০ ৫জি এবং নাথিং ফোন (১) ৫জি-তে পাওয়া যায়।

এছাড়া, ওপ্পো চীনে সর্বাধিক ১২ জিবি পর্যন্ত র‍্যাম সহ রেনো ৯ মডেলটি লঞ্চ করবে বলে আশা করা হচ্ছে। এটি সম্ভবত ২৫৬ জিবি ইন-বিল্ট স্টোরেজ অফার করতে পারে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে, ডিভাইসটি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি অফার করবে বলেও শোনা যাচ্ছে।

আবার, Oppo Reno 9-এর সামনে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭ ইঞ্চির ফুল-এইচডি+ ওলেড (OLED) ডিসপ্লে থাকতে পারে। তুলনামূলকভাবে, পূর্বসূরি Oppo Reno 8-এ ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৫৫ ইঞ্চির ওলেড ডিসপ্লে রয়েছে। নতুন মডেলে একটি পাঞ্চ-হোল কাটআউট এবং একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকবে বলে জানা গেছে। এছাড়াও, সম্ভবত এই ওপ্পো ডিভাইসটি বাজারে কার্ভড ডিসপ্লে সহ লঞ্চ হবে।

অন্যদিকে, Reno 9-এর পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যাবে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের ওমনিভিশন ওভি৬৪বি (OmniVision OV64B) প্রাইমারি ক্যামেরা অবস্থান করবে। অন্য দুটি সেন্সর সম্পর্কে এখনও কোনও তথ্য সামনে আসেনি। তবে সেলফির জন্য, Oppo Reno 9-এর ডিসপ্লের ওপরে পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত থাকবে বলে জানা গেছে।

Tags:    

Similar News