Poco C65 অল্প দামে ক্রেতাদের মন জিততে বাজারে আসছে, লঞ্চ হতে বেশি দেরি নেই
শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ড পোকো (Poco) বিভিন্ন মার্কেট সেগমেন্টে নতুন গ্রাহকদের আকৃষ্ট করতে সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন বাজারে আনার জন্য ব্যাপকভাবে কাজ করছে। এছাড়াও, কোম্পানি খুব শীঘ্রই একটি কম দামি স্মার্টফোন অর্থাৎ Poco C65 লঞ্চ করতে চলেছে। স্মার্টফোনটিকে নিয়ে বেশ কিছু রিপোর্ট ইতিমধ্যেই সামনে এসেছে এবং ফাঁস হওয়া রেন্ডারেও দেখা গেছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC) ফোনটির Redmi 13C-এর রিব্র্যান্ড হিসেবে লঞ্চ নিশ্চিত করেছে। আর এখন, Poco C65-এর গ্লোবাল ভ্যারিয়েন্ট সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সাইটে হাজির হয়ে শীঘ্রই লঞ্চের ইঙ্গিত দিয়েছে।
Poco C65 হাজির IMDA-এর ডেটাবেসে
2310FPCA4G মডেল নম্বর সহ পোকো সি৬৫ ফোনটি সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) সার্টিফিকেশনে সাইটে তালিকাভুক্ত হয়েছে। যা ডিভাইসটির স্পেসিফিকেশন সম্পর্কে বিশেষভাবে কিছু প্রকাশ করেনি, তবে এটি থেকে জানা গেছে যে পোকো সি৬৫-এর গ্লোবাল সংস্করণে নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC)-এর সাপোর্ট থাকবে। নির্দিষ্টভাবে জানানো হয়েছে যে, মডেলটি এলটিই, ব্লুটুথ, ওয়াইফাই ৮০২.১১এসি এবং এনএফসি সাপোর্টের সাথে আসবে।
জানিয়ে রাখি, পোকো সি৫৫-এর উত্তরসূরিটি স্পেসিফিকেশন এবং হার্ডওয়্যারের ক্ষেত্রে কিছু নতুন আপগ্রেড নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে। ফাঁস হওয়া রেন্ডার অনুসারে, রেডমি ১৩সি বা পোকো সি৬৫ ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা অফার করবে।
জানিয়ে রাখি, Redmi 13C-এর 4G ভ্যারিয়েন্ট ছাড়াও, একটি 5G সংস্করণও লঞ্চ হবে, যা চীন, গ্লোবাল মার্কেট এবং ভারতে যথাক্রমে 23124RN87C, 23124RN87G এবং 23124RN87I মডেল নম্বরের সাথে আসতে পারে। এটি খুব সম্ভবত MediaTek-এর Dimensity 6100 Plus চিপসেট দ্বারা চালিত হবে। Poco C65-ও Redmi 13C-এর মতো ব্ল্যাক, ব্লু এবং লাইট গ্রীন কালার অপশনে পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, বর্তমান প্রজন্মের Poco C55 ফোনটি মিড-রেঞ্জ সেগমেন্টের জন্য কিছু আকষর্ণীয় স্পেসিফিকেশন সহ চলতি বছর লঞ্চ হয়েছে। হ্যান্ডসেটটির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে MediaTek-এর অক্টা-কোর Helio G85 প্রসেসর এবং Mali-G52 MC2 জিপিইউ, ৬ জিবি র্যাম, ১২৮ জিবি স্টোরেজ, ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬.৭১ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে।