Poco C65 বিশাল ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি নিয়ে বাজারে আসছে, শীঘ্রই লঞ্চ

Update: 2023-11-02 05:43 GMT

শাওমি (Xiaomi) অধীনস্থ জনপ্রিয় বাজেট স্মার্টফোন ব্র্যান্ড পোকো (Poco) তাদের C সিরিজের অধীনে একটি নতুন হ্যান্ডসেট বিশ্ব বাজারে লঞ্চ করার পরিকল্পনা করছে বলে বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে৷ এই নতুন ডিভাইসটির নাম হল Poco C65, যেটিকে সম্প্রতি বিভিন্ন সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে। আর এখন, ডিভাইসটি সংযুক্ত আরব আমিরাতের টিডিআরএ (TDRA) সার্টিফিকেশন ডেটাবেসে হাজির হয়েছে। আসুন তাহলে Poco C65 সম্পর্কে কি কি নতুন তথ্য উঠে এসেছে, জেনে নেওয়া যাক।

Poco C65 পেল TDRA-এর অনুমোদন

আসন্ন পোকো সি৬৫ স্মার্টফোনটি 2310FPCA4G মডেল নম্বর সহ টিডিআরএ (TDRA) ডেটাবেসে উপস্থিত হয়েছে। গত মাসে, এই মডেলটিকেই সিঙ্গাপুরের ইনফকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি (IMDA) এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশন (FCC)-এর সাইটে দেখা গিয়েছিল। এই সার্টিফিকেশনগুলি ইঙ্গিত দেয় যে, পোকো সি৬৫ শীঘ্রই লঞ্চ হতে পারে। তবে, সংযুক্ত আরব আমিরাতের সার্টিফিকেশন প্ল্যাটফর্মটিতে নতুন পোকো ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কিত কোনও বিশদ বিবরণ প্রকাশ করা হয়নি।

এর আগে, এফসিসি নিশ্চিত করেছে যে পোকো সি৬৫ ৪জি নেটওয়ার্কিং সাপোর্ট করবে এবং এটি অ্যান্ড্রয়েড ১৩ ওএস-এর ওপর ভিত্তি করে এমআইইউআই (MIUI 14) কাস্টম স্কিনে চলবে। এছাড়াও, এই মডেলটি ওয়াইফাই, ব্লুটুথ এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC) সাপোর্ট করবে বলেও নিশ্চিত করা হয়েছে। শোনা যাচ্ছে, পোকো সি৬৫ মডেলটি রেডমি ১৩সি-এর একটি রিব্র্যান্ডেড সংস্করণ হবে। আইএমইআই ডেটাবেস সূত্রে জানা গেছে যে, ডিভাইসটির গ্লোবাল ভ্যারিয়েন্ট এবং ভারতীয় সংস্করণে যথাক্রমে 2310FPCA4G এবং 2310FPCA4I মডেল নম্বর বহন করে।

যদি এটি সত্য হয়, তাহলে Poco C65 মডেলটিতে বড় ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং একটি ওয়াটার ড্রপ নচ অফার করবে। শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি সম্ভবত এই ডিভাইসটিকে শক্তি দেবে যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং অফার করতে পারে। আর Poco C65-এর রিয়ার প্যানেলে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ এআই (AI) ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা যেতে পারে। তবে মনে রাখবেন, আপাতত এগুলি শুধুই জল্পনা।

Tags:    

Similar News