Poco C65 বড়দিনের আগেই দেশে আসছে, লঞ্চ ডেট সহ সমস্ত ফিচার্স জেনে নিন এখানে

Update: 2023-12-11 13:13 GMT

গত মাসে, পোকো গ্লোবাল মার্কেটে C-সিরিজের অধীনে Poco C65 লঞ্চ করেছে। এই বাজেট ফোনটি এইচডি+ ডিসপ্লে, MediaTek Helio G85 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। Poco C65 এবার ভারতে লঞ্চ হতে চলেছে। শাওমির সাব-ব্র্যান্ডটি এদেশে লঞ্চের তারিখটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে।

Poco C65 চলতি সপ্তাহেই আসছে ভারতের বাজারে

পোকো ইন্ডিয়া-এর এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলের মাধ্যমে শেয়ার পোস্ট অনুসারে, পোকো সি৬৫ ভারতে আগামী ১৫ ডিসেম্বর লঞ্চ হবে৷ শেয়ার করা টিজার ইমেজটি নিশ্চিত করেছে যে এর ডিজাইনটি গ্লোবাল মডেলের অনুরূপ৷ আশা করা যায় ভারতীয় সংস্করণের স্পেসিফিকেশনগুলিও পোকো সি৬৫-এর গ্লোবাল মডেলের মতোই হবে।

Poco C65-এর স্পেসিফিকেশন

পোকো সি৬৫-এ ওয়াটারড্রপ নচ সহ ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা ১,৬০০ x ৭২০ পিক্সেলের রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৬০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। ডিভাইসটি দুর্ঘটনাজনিত ক্ষতি এবং স্ক্র্যাচ থেকে সুরক্ষার জন্য গরিলা গ্লাস দ্বারা সজ্জিত। নিরাপত্তার জন্য, পোকো সি৬৫-এর পাওয়ার বাটনে একটি সাইড-মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এম্বেড করা রয়েছে।

পোকো সি৬৫-এ মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে, যার সাথে সর্বোচ্চ ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। স্মার্টফোনটিতে ভার্চুয়াল র‍্যাম সাপোর্ট এবং এসডি কার্ড স্লটও রয়েছে, যা দিয়ে ১ টিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো সম্ভব। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম স্কিনে চলে।

ক্যামেরার ক্ষেত্রে, Poco C65-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স উপস্থিত রয়েছে। আর সেলফির জন্য, ফোনের সামনে একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর অবস্থান করছে, সাথে বিভিন্ন ক্যামেরা মোডও মিলবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Poco C65-এ শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

এছাড়া, Poco C65-এর কানেক্টিভিটি অপশনগুলির মধ্যে রয়েছে একটি ইউএসবি-সি পোর্ট, একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক, ওয়াই-ফাই, এনএফসি এবং ব্লুটুথ। ফোনটি ব্ল্যাক, ব্লু এবং পার্পল কালার অপশনে গ্লোবাল মার্কেটে পাওয়া যায়। এটি দুটি কনফিগারেশন অফার করে - ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। তবে, ফোনটি ভারতে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হবে কিনা, তা বর্তমানে স্পষ্ট নয়। পোকো সম্প্রতি এদেশে ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ Poco M6 Pro 5G উন্মোচন করেছে, যার প্রারম্ভিক মূল্য ১৪,৯৯৯ টাকা।

Tags:    

Similar News