Poco F6: অ্যামোলেড ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর ও 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ বাজারে আসছে নতুন পোকো ফোন

By :  SUMAN
Update: 2024-05-09 09:37 GMT

Poco বর্তমানে বিশ্ব বাজারে নতুন F6 স্মার্টফোন সিরিজ লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি আসন্ন এই সিরিজের উচ্চতর মডেল অর্থাৎ Poco F6 Pro -এর লঞ্চের সময় সামনে এসেছিল। এখন আবার স্ট্যান্ডার্ড Poco F6 ফোনটি সিঙ্গাপুরের 'ইনফোকম মিডিয়া ডেভেলপমেন্ট অথরিটি' বা সংক্ষেপে IMDA সার্টিফিকেশন সাইটে তালিকাভুক্ত হতে দেখা গেল।

Poco F6 স্মার্টফোন IMDA সার্টিফিকেশন ওয়েবসাইট দ্বারা অনুমোদিত হল

IMDA সার্টিফিকেশন সাইটের লিস্টিং অনুসারে, আপকামিং পোকো এফ৬ স্মার্টফোন 24069PC21G মডেল নম্বর বহন করবে। জানিয়ে রাখি কয়েকদিন পূর্বেই NBTC সাইটের ডেটাবেসেও এই একই মডেল নম্বরের সাথে হ্যান্ডসেটটি তালিকাভুক্ত হয়েছিল।

IMDA সাইটে Poco F6 স্মার্টফোন কিরকম ফিচারের সাথে লঞ্চ হবে তার উল্লেখ পাওয়া যায়নি। তবে জানা গেছে এই মডেলটি বিদ্যমান Redmi Turbo 3 ফোনের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে আসবে।

যদি এই তথ্য সত্যি হয়, তবে উভয় ফোনের ফিচার অনুরূপ হবে। অর্থাৎ Poco F6 ফোনও সম্ভবত ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থিত ৬.৬৭-ইঞ্চির ১.৫কে AMOLED ডিসপ্লে অফার করবে। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসর ব্যবহার করা হবে। ডিভাইসটি ১২ জিবি LPDDR5x র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ সহ আসবে। আবার ছবি তোলার জন্য এতে - OIS সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি Sony IMX882 সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড Sony IMX355 লেন্স দেওয়া হবে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Poco F6 স্মার্টফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে, যা হয়তো ৯০ হার্টজ ফাস্ট চার্জিং সমর্থন করবে।

Tags:    

Similar News