Poco F6: সস্তায় ফ্ল্যাগশিপ ফোন আনছে পোকো, এই মাসে হচ্ছে অপেক্ষার অবসান
শাওমি (Xiaomi) অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড পোকো তাদের পরর্বতী F সিরিজের ফোনগুলি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়েছে, Poco বিভিন্ন দেশে এই মে মাসেই অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যের Poco F6 এবং F6 Pro ফ্ল্যাগশিপ কিলার লঞ্চ করবে৷ তার আগে এখন Poco F6 ফোনের গ্লোবাল ভার্সন গিকবেঞ্চ (Geekbench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে এবং যথারীতি বেঞ্চমার্ক লিস্টিং চিপসেট, র্যাম ও অ্যান্ড্রয়েড সংস্করণ প্রকাশ করেছে।
Poco F6 গ্লোবাল হাজির Geekbench প্ল্যাটফর্মে
24069PC21G মডেল নম্বর সহ একটি নতুন শাওমি ফোন গিকবেঞ্চে তালিকাভুক্ত হয়েছে। রিপোর্টগুলি ইঙ্গিত করে যে এটি গ্লোবাল মার্কেটে পোকো এফ৬ নামে লঞ্চ করা হবে। গিকবেঞ্চ প্রকাশ করেছে যে, পোকো এফ৬ মডেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ চিপসেট থাকবে, যা ১২ জিবি র্যামের সাথে যুক্ত হবে। তবে আশা করা যায় হ্যান্ডসেটটির একাধিক র্যাম অপশন বাজারে আসবে। এছাড়া, এটি অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমে রান করবে বলেও উল্লেখ করা হয়েছে। গিকবেঞ্চ ৬ প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে পোকো এফ৬ যথাক্রমে ১,৮৮৪ এবং ৪,৭৯৯ পয়েন্ট স্কোর করেছে।
যদিও গিকবেঞ্চ ডেটাবেসে আসন্ন পোকো ফোনে থাকা চিপসেটটির নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, তবে সোর্স কোডের মাধ্যমে উপলব্ধ সিপিইউ (CPU) এবং জিপিইউ (GPU) সম্পর্কিত তথ্যগুলি ইঙ্গিত করে যে এতে স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ ব্যবহার করা হবে। প্রসঙ্গত, এপ্রিলের শুরুতে শাওমির আরেক সাব-ব্র্যান্ড রেডমি (Redmi) একই স্ন্যাপড্রাগন ৮এস জেন ৩ প্রসেসরের সাথে রেডমি টার্বো ৩ লঞ্চ করেছে। সম্ভবত বিশ্ব বাজারে পোকো এফ৬ ফোনটি রেডমি টার্বো ৩ হ্যান্ডসেটেরই রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে বাজারে আসবে। এফ৬ ভারতের মার্কেটেও পা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, Poco F6 ফোনটিতে সম্ভবত ৬.৭ ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা ১.৫কে রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি আইপি৬৪ (IP64) রেটেড চ্যাসিস সহ আসতে পারে। Qualcomm Snapdragon 8s Gen 3-চালিত ডিভাইসটিতে সর্বাধিক ১২ জিবি এলপিডিডিআর৫এক্স র্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ৪.০ স্টোরেজ মিলবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে, Poco F6 হ্যান্ডসেটের রিয়ার ক্যামেরা সেটআপের মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের সনি IMX882 সেন্সর, একটি ৮ মেগাপিক্সেলের IMX355 আল্ট্রা-ওয়াইড লেন্স সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম থাকতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য, ফোনের সামনে ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করবে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, Poco F6 শক্তিশালী ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি অফার করতে পারে, যা ৯০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।